🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Tripura Election 2023: ত্রিপুরায় লড়তে প্রথম দফার প্রার্থী দিল তৃ়ণমূল

By Political Desk | Published: January 29, 2023, 7:44 pm

সোমবার ত্রিপুরা বিধানসভা ভোটের (Tripura Election 2023) মনোনয়নের শেষ দিন। তার আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জটিলতা যে রয়েছে তা স্পষ্ট। রবিবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস  (TMC) প্রকাশ করেছে প্রথম দফার প্রার্থী তালিকা। দলের তরফে জানানো হয়, সোমবার বাকিদের নাম জানানো হবে। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ তৃণমূল সভাপতি পীযুষ বিশ্বাস, দলের সাংগঠনিক পদে থাকা রাজীব বন্দ্যোপাধ্যায় […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Tripura Election 2023: ত্রিপুরায় লড়তে প্রথম দফার প্রার্থী দিল তৃ়ণমূল

Ad Slot Below Image (728x90)

TMC

সোমবার ত্রিপুরা বিধানসভা ভোটের (Tripura Election 2023) মনোনয়নের শেষ দিন। তার আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জটিলতা যে রয়েছে তা স্পষ্ট। রবিবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস  (TMC) প্রকাশ করেছে প্রথম দফার প্রার্থী তালিকা। দলের তরফে জানানো হয়, সোমবার বাকিদের নাম জানানো হবে।

সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ তৃণমূল সভাপতি পীযুষ বিশ্বাস, দলের সাংগঠনিক পদে থাকা রাজীব বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে প্রথম দফার ২২ জনের তালিকা দিল তৃণমূল কংগ্রেস। এদিনই তৃণমূলে যোগ দেন  প্রাক্তন বিধায়ক এবং দিলীপ চৌধুরী।

নির্বাচন কমিশনের দেওয়া নির্ঘণ্ট অনুযায়ী ৩০ জানুয়ারি ত্রিপুরায় (Tripura Election 2023)  মনোনয়ন পত্র জমা দেবার শেষ তারিখ। শাসক বিজেপি ও বিরোধী সিপিআইএম, কংগ্রেসের তরফে প্রার্থীরা নেমে পড়েছেন। রবিবার প্রার্থী দিয়ে তৃ়ণমূল তাদের ভোট লড়াইয়ের অস্তিত্ব জানান দিল।

ষাটটি আসনে একলা লড়াই করার কথা বলেছে পশ্চিমবঙ্গের তিনবারের শাসক দল। খোদ দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা আগামী ৬ ফেব্রুয়ারি। এর মাঝে মেঘালয়ের বিধানসভার ভোটে তৃণমূল তড়িঘড়ি প্রার্থী দিলেও ত্রিপুরায় দলীয় প্রার্থীদের বাছাই করতে সময় লেগেছে বিস্তর অথচ, মমতার নির্দেশে তৃ়ণমূল ত্রিপুরাকে পাখির চোখে দেখছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Tripura Election 2023: ত্রিপুরায় লড়তে প্রথম দফার প্রার্থী দিল তৃ়ণমূল

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles