নিউজ ডেস্ক, কলকাতা: বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে বাংলার ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ চালুর দাবিতে কোলাঘাটে শনিবার অবস্থান বিক্ষোভ ও জনসভা করল বাংলা পক্ষের (Bangla Pokkho) পূর্ব মেদিনীপুর শাখা। রাজ্যের স্থায়ী বাসিন্দা বা ভূমিপুত্রদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বাংলা পক্ষ। সংগঠনের দাবি, দেশের বিভিন্ন রাজ্যে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ভূমিপুত্রদের জন্য সংরক্ষণের আইন চালু রয়েছে। এবার পশ্চিমবঙ্গেও সেই আইন চালু করতে হবে।
ভূমিপুত্রদের জন্য সংরক্ষণের দাবি জানাতে শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের হলদিয়া মোড়ে অবস্থান বিক্ষোভ করে বাংলা পক্ষের সদস্যরা। সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চ্যাটার্জি বলেন, কংগ্রেস, বিজেপি, শিবসেনা, টিআরএস ও অন্যান্য রাজনৈতিক দল শাসিত রাজ্যে ভূমিপুত্রদের জন্য কোথাও ৭৫ কোথাও বা ৮৫ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা আছে। ওইসব রাজ্যে সরকারি এবং বেসরকারি সবক্ষেত্রেই ভূমিপুত্ররা সংরক্ষণের সুবিধা পায় কিন্তু বাংলায় আজও সেই সুবিধা মেলে না। এ রাজ্যও অবিলম্বে সেই সুবিধা চালু করতে হবে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য কৌশিক মাইতি বলেন, বাঙালিদের মাইগ্রেশনের হার মাত্র ৪.৮ শতাংশ। অথচ বাংলায় কমপক্ষে ৩০ শতাংশ ভিন রাজ্যের বাসিন্দা চাকরি করেন। কোনও কোনও শিল্পাঞ্চলে চাকুরীজীবিদের ৭০ থেকে ৮০ শতাংশই বহিরাগত। তাই বাংলা পক্ষের দাবি, বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে ১০০ শতাংশ ভূমিপুত্রদের নিয়োগ করতে হবে। বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরি, ঠিকা কাজ, টেন্ডার ও ক্যাবের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ৯০ শতাংশই ভূমিপুত্রদের দিতে হবে।
<
p style=”text-align: justify;”>বাংলা পক্ষের জেলা সম্পাদক সুতনু পণ্ডিত বলেন, আগামী দিনে ভূমিপুত্রদের জন্য সংরক্ষণের দাবিতে তাঁরা পূর্ব মেদিনীপুর জুড়ে জোরদার আন্দোলন করবেন। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মালদহে গিয়ে ভূমিপুত্রদের জন্য সংরক্ষণের কথা বলেছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা চাই, তিনি মুখে যা বলেছেন সেটাই আইনে পরিণত করুন।