14.8 C
London
Thursday, March 23, 2023
Homeবাংলার মুখDilip Ghosh: প্রত্যেক নির্বাচনের পরেই মমতা পাপ ধুতে যান: দিলীপ ঘোষ

Latest Posts

Dilip Ghosh: প্রত্যেক নির্বাচনের পরেই মমতা পাপ ধুতে যান: দিলীপ ঘোষ

- Advertisement -

নিউজ ডেস্ক, কলকাতা : মঙ্গলবার গঙ্গাসাগরের মোহন্ত বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। বুধবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের শাসকদলকে আক্রমণ করেন। 

তিনি বলেন, ‘মোহন্ত রাজনীতি বোঝেন না। তিনি সবাইকে আশীর্বাদ করেন। এখানেও করেছেন।’ দিলীপ কটাক্ষ করে বলেন, ‘কলকাতা পুরভোটে যে পাপ করেছেন তা ধুতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক নির্বাচনের পরেই এটা করেন তিনি।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর দুয়োরানি প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যিই যদি গঙ্গাসাগরের উন্নয়ন চান তাহলে নির্দিষ্ট প্ল্যান নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলুন। বিগত ১০ বছরে গঙ্গাসাগরে কী উন্নয়ন করেছে তৃণমূল?’  

- Advertisement -

প্রসঙ্গত, গঙ্গাসাগর মেলার কোনো দায়িত্ব কেন্দ্র নেয় না, এই অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘গঙ্গাসাগর মেলায় বাইরে থেকে যে লোক আসে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। বাইরে থেকে আসা মানুষের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। অন্যদিকে জেটি ভেঙে পড়ে যায়। কোনও ডিসিপ্লিন নেই। রাজ্য সরকার চাইলেই কেন্দ্র সাহায্য করবে কিন্তু তার জন্য সদিচ্ছা থাকতে হবে।’

এদিকে মঙ্গলবার রাতে গোয়া সফরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দিলীপ ঘোষ অভিষেকের গোয়া সফরকে কটাক্ষ করে বলেন, ‘গোয়াতেই থেকে যান উনি। বিমান কেনা হয়েছে বলে সেটা ব্যবহার করতে হবে, তাই বার বার অভিষেক গোয়া যাচ্ছেন। ত্রিপুরার লোক পুরভোটে উত্তর দিয়েছে। গোয়ার লোক আগেই বুঝে গিয়েছে। তাই তৃণমূলে ভাঙন ধরেছে। তৃণমুলের আসল রূপ সবাই বুঝে গিয়েছে।’

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss