Omicron: ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা

নিউজ ডেস্ক, কলকাতা : ক্রমশ বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে এবার নয়া নির্দেশিকা জারি করল রাজ্য। বিদেশ থেকে ফিরলেই নজরদারি করবে রাজ্য সরকার।…

Covid: A total of 853 cases of Omicron are infected in the country, with Maharashtra being the most affected

নিউজ ডেস্ক, কলকাতা : ক্রমশ বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে এবার নয়া নির্দেশিকা জারি করল রাজ্য। বিদেশ থেকে ফিরলেই নজরদারি করবে রাজ্য সরকার। নজরদারির দায়িত্বে ডিএম (District Magistrate), সিএমওএইচ (Chief Health Officer) সহ কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।

ওমিক্রন মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দফতর (State Health Department) নির্দেশিকায় জানিয়েছে, বিমানবন্দরে (Airport) করোনা টেস্ট করা হবে। এরপর ৮ দিনের মাথায় ফের আরটিপিসিআর (RTPCR) টেস্ট হবে। রিপোর্ট পজিটিভ হলে জিনোম সিকোয়েন্সিংয়ে (Genome Sequencing) নমুনা যাবে। জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসার আগে আইসোলেশনে (Isolation) থাকতে হবে। রিপোর্ট নেগেটিভ এলেও ১৪ দিন আইসোলেশনের পরামর্শ। রিপোর্ট পজিটিভ এলে সহযাত্রীদের উপরও নজরদারি। হবে টেস্টও। 

এদিকে সোমবারের থেকে একলাফে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে রাজ্যের দৈনিক করোনা (Corona) সংক্রমণ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের (২৮ ডিসেম্বর) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। সোমবারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯। মৃত্যু হয়েছিল ১০ জনের।

উল্লেখ্য, বছর শেষে ফের লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ। একদিনে আক্রান্ত ১ লক্ষ ২৯ হাজার ৪৭১ জন। করোনা আক্রান্ত ৫০০-রও বেশি শিশু হাসপাতালে ভর্তি। এর পাশাপাশি, সেখানে উদ্বেগজনক হারে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও।

ফ্রান্সেও করোনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত প্রায় ১ লক্ষ ৮০ হাজার। সংক্রমণের হারে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ডেনমার্ক। সে দেশে প্রতি ১০ হাজার জনে ১৬১২ জন করোনা আক্রান্ত। এর মধ্যে আমেরিকায় দৈনিক সংক্রমণ সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সে দেশে আক্রান্ত ৫ লক্ষ ১২ হাজার ৫৫৩ জন।ওমিক্রনের জেরে গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে ২৫০০ এর বেশি উড়ান বাতিল হয়েছে।