সারদা-কাণ্ডের বিতর্কিত রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজির পদমর্যাদা

News Desk: আজ, শুক্রবার দুপুরেই কলকাতা পুলিশের নতুন কমিশনার হয়েছেন বিনীত গোয়েল। একইদিনে এল আরও একটি বড় খবর। পদোন্নতি হল আইপিএস অফিসার রাজীব কুমারের। সারদা…

rajiv kumar IPS

News Desk: আজ, শুক্রবার দুপুরেই কলকাতা পুলিশের নতুন কমিশনার হয়েছেন বিনীত গোয়েল। একইদিনে এল আরও একটি বড় খবর। পদোন্নতি হল আইপিএস অফিসার রাজীব কুমারের। সারদা কাণ্ডের বিতর্কিত এই আইপিএস অফিসারকে রাজ্য পুলিশের নতুন ডিজির পদমর্যাদা দেওয়া হয়েছে। তবে, এখনও তাঁকে নতুন কোন দায়িত্ব দেওয়া হয়নি৷

কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার ছিলেন রাজীব কুমার। বর্তমানে তিনি অতিরিক্ত ডিজি হিসেবে তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রধান সচিবের দায়িত্ব পালন করছেন। নতুন ডিজি হিসেবে রাজীবকে আর কোনও দায়িত্ব দেওয়া হবে কিনা তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, ২০১৯ সালে সারদা মামলায় নাম জড়ায় রাজীব কুমারের। তাঁর বিরুদ্ধে জোরালো তদন্তে‌ নামে সিবিআই। এর প্রতিবাদে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।