News Desk: কলকাতায় যেভাবে ভোট করানো হয়েছে সেটা হবে না শিলিগুড়িতে। এমনই হুঙ্কার দিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন মেয়র তথা বামফ্রন্টের মেয়র পদপ্রার্থী অশোক ভট্টাচার্য। একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন, কোনও অবস্থায় কলকাতা পুরনিগমে ভোটের দিনের পরিস্থিতি আনতে দেব না।
পড়ুন: SMC Election: কংগ্রেসের সঙ্গেই জোট, শিলিগুড়িতে একলা লড়ার মুরোদ হারাল CPIM
কলকাতা পুরনিগমের ভোটে ব্যাপক ছাপ্পার অভিযোগ এসেছে। মামলা হয়েছে। অশোকবাবুর দাবি, শিলিগুড়িতে এমনটা করতে দেওয়া হবে না।সাক্ষাৎকারে প্রাক্তন পুরমন্ত্রী ও বিধায়ক অশোক ভট্টাচার্যের এই মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ফেলে দিয়েছে। বর্ষীয়ান সিপিআইএম নেতা ও গত পুরবোর্ডের মেয়র অশোকবাবুর দাবি, শিলিগুড়ির মানুষ ভোট লুঠ রুখে দিতে প্রস্তুত।
অশোকবাবু বলেছেন, আমি নিজে তো জিতবই, বামফ্রন্ট জিতবে। শিলিগুড়িতে আগেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে জিতেছি আমরা।
তিনি এই প্রসঙ্গে টেনে আনেন ২০১১ সালে বামফ্রন্ট সরকারের পতনের পরের রাজনৈতিক পরিস্থিতি। সাক্ষাতকারে অশোক ভট্টাচার্য বলেছেন, বাম সরকার পতনের বছরে হেরেছিলাম। তার পরেও শিলিগুড়ি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলাম। শিলিগুড়ি পুরনিগম দখল করেছি। সরকারের প্রবল অসহযোগিতার মধ্যেও শিলিগুড়ি পুরনিগম রাজ্যের অন্যান্য পুরনিগমগুলির থেকে বেশি কাজ করেছে।
পুরনিগমগুলির কাজের নিরিখে অশোক ভট্টাচার্যের দাবি রাজনৈতিক বিশ্লেষকরা মেনে নিচ্ছেন। তাঁদের যুক্তি, তুলমূল্য বিচারে কলকাতার পর শিলিগুড়ির অবস্থান। দার্জিলিং জেলার এই শহর উত্তরবঙ্গের রাজধানী তো বটেই, এর আন্তর্জাতিক পরিচিতি রয়েছে। শিলিগুড়ি পুরনিগমের কাজে বিভিন্ন অভিযোগ থাকলেও সার্বিক বিচারে অশোকবাবু মেয়র হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন।
বিশ্লেষণে উঠে আসছে, বামফ্রন্ট সরকারের আমলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য ছিলেন ‘উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী’। তাঁর রাজনৈতিক প্রভাবে ২০১৫ সালে পুরনিগমে বামফ্রন্ট ও কংগ্রেস জোটের বোর্ড হয়েছিল। এরপর অশোক ভট্টাচার্য ২০১৬ সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেন। ২০২১ এর ভোটে বামফ্রন্ট শূন্য হয়ে যায়। শিলিগুড়িতে প্রবল উদ্দীপনা জাগিয়েও পরাজিত হন অশোক ভট্টাচার্য। রাজ্যে বিপুল জয় পেলেও শিলিগুড়ি অধরা থেকে গেছে তৃণমূল কংগ্রেসত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই কেন্দ্রে জয়ী হন সিপিআইএম ত্যাগী বিজেপির শংকর ঘোষ।
বিধানসভায় শূন্য হয়ে গেলেও সদ্য সমাপ্ত কলকাতা পুরনিগমের ভোটে চমকে দিয়েছে বামফ্রন্ট। ভোট প্রাপ্তির নিরিখে কলকাতায় বামপক্ষ বিরোধী তকমা পেয়েছে। বিজেপি নেমেছে তিন নম্বরে।
<
p style=”text-align: justify;”>কলকাতায় বামেদের উত্থানের পর শিলিগুড়ি পুরনিগমের ভোট নিয়ে প্রবল চর্চা। বামপক্ষ এখানে শক্তিশালী। লড়াই হতে চলেছে ত্রিমুখী।