Weather Update: ক্রমশ বাড়ছে তাপমাত্রা, বছর শেষে বৃষ্টির ভ্রুকুটি

নিউজ ডেস্ক: বছর শেষে ক্রমশ উধাও শীত। সোমবার ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে রাতের তাপমাত্রা হয় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।…

bengal-winter

নিউজ ডেস্ক: বছর শেষে ক্রমশ উধাও শীত। সোমবার ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে রাতের তাপমাত্রা হয় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে আজ রাতে তা ১৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে। সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রার কোনও হেরফের হবে না। তার পর থেকে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। তাও সামান্য।

মঙ্গল ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যে ঢুকে পড়েছে পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। বাড়ছে তাপমাত্রার পারদ। বছরের শেষে রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই।

কিন্তু উত্তর ভারতে শীতের দাপট বাড়ছে। কাশ্মীর থেকে উত্তরাখণ্ড, হিমাচলে তুষারপাত হয়েছে। বরফ পড়েছে সিকিম এবং দার্জিলিংয়ের সান্দাকফুতেও। উত্তরে যখন দাপট শীতের, তখন দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি। আজ পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম  ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সামান্য বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, নদিয়া ও হুগলিতে। ৩০ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। ৩১ ডিসেম্বর ঝকঝকে আকাশ থাকবে।

ঝঞ্ঝা কাটতে শুরু করলেই ফের ফিরবে শীত। এমনই জানাচ্ছে আবহাওয়া দফতর। এখনও পর্যন্ত আবহাওয়ার যা পরিস্থিতি তাতে নতুন বছর শুরুর আগে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি মিলবে না। তবে নতুন বছর শুরুর কয়েকদিন পর থেকেই ফের তাপমাত্রার পারদ নামতে পারে।