🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

আপনার আধারের সঙ্গে কোন মোবাইল নম্বর যুক্ত? সহজ উপায়ে জানুন

By Kolkata24x7 Desk | Published: March 17, 2025, 5:26 pm
ekolkata24-latest bengali news
Ad Slot Below Image (728x90)

আধার কার্ড (Aadhaar Card) বর্তমানে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। এটি শুধুমাত্র পরিচয়পত্র (Identity Proof) হিসেবেই নয়, ঠিকানা প্রমাণ (Address Proof) হিসেবেও ব্যবহৃত হয়। তবে আধার সংক্রান্ত বিভিন্ন পরিষেবা পেতে নিবন্ধিত মোবাইল নম্বর (Registered Mobile Number) থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধার ভেরিফিকেশনের সময় OTP (One-Time Password) যদি আপনার মোবাইলে না আসে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে আপনার আধার কার্ডের সঙ্গে পুরনো বা অন্য কোনো মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে। এমন পরিস্থিতিতে, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিংক রয়েছে তা যাচাই করা এবং প্রয়োজনে আপডেট করা জরুরি।

Aadhaar Card-এর সঙ্গে কোন মোবাইল নম্বর যুক্ত?

যদি আপনি জানতে চান আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে, তাহলে কিছু সহজ ধাপ অনুসরণ করলেই আপনি এটি যাচাই করতে পারবেন। প্রথমেই আপনাকে ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (UIDAI)-এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। আপনার স্মার্টফোন বা কম্পিউটারের ব্রাউজারে https://uidai.gov.in টাইপ করুন এবং ওয়েবসাইট খুলুন। ওয়েবসাইট খুলে গেলে, সেখানে ভাষা নির্বাচন করতে হবে। এরপর স্ক্রল করে “Aadhaar Services” বিভাগে যান। সেখানে “Verify Aadhaar” অপশনটি নির্বাচন করুন।

এই অপশনে ক্লিক করার পর ১২-সংখ্যার আধার নম্বর প্রবেশ করান। এরপরে স্ক্রিনে থাকা ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ করুন এবং “Proceed” অপশনে ক্লিক করুন। এরপর, যদি আপনার আধার নম্বর বৈধ হয়, তাহলে স্ক্রিনে আপনার আধার কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেখানো হবে। এই তথ্যের মধ্যে আপনার নিবন্ধিত মোবাইল নম্বরের শেষ তিনটি সংখ্যা থাকবে। এর মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে।

যদি পুরনো মোবাইল নম্বর যুক্ত থাকে তাহলে কী করবেন?

অনেক সময় দেখা যায় যে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরটি পুরনো, যার ফলে OTP পাওয়া যায় না বা অন্য আধার সংক্রান্ত পরিষেবা ব্যবহার করা সম্ভব হয় না। এই ক্ষেত্রে, আপনার নিবন্ধিত মোবাইল নম্বর আপডেট করানো প্রয়োজন।

নতুন মোবাইল নম্বর সংযুক্ত করতে, আপনাকে নিকটস্থ আধার এনরোলমেন্ট বা আপডেট সেন্টারে (Aadhaar Enrollment/Update Center) যেতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম পূরণ করে এবং পরিচয় সংক্রান্ত যাচাইয়ের পর আপনার নতুন মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করা হবে।

মোবাইল নম্বর আপডেট হয়ে গেলে, আপনি পুনরায় OTP এবং অন্যান্য ভেরিফিকেশন পরিষেবা ব্যবহার করতে পারবেন। তাই, যদি আপনার আধারের সঙ্গে ভুল বা পুরনো নম্বর যুক্ত থাকে, তাহলে দ্রুত সংশোধন করুন এবং আধার সংক্রান্ত পরিষেবাগুলোর সুবিধা গ্রহণ করুন।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles