🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

এখন 2025 Suzuki Avenis নিশ্চিন্তে কিনুন, নতুন ভার্সন দূষণ ছড়ায় কম

By Kolkata24x7 Desk | Published: May 18, 2025, 2:13 pm
Ad Slot Below Image (728x90)

ভারতের বাজারে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া (Suzuki Motorcycle India) তাদের জনপ্রিয় স্পোর্টি স্কুটার 2025 Suzuki Avenis-এর নতুন আপডেটেড ভার্সন লঞ্চ করেছে। মডেলটির স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯১,৪০০ টাকা (এক্স-শোরুম)। এটি OBD-2B নির্গমনবিধি মেনে হাজির হয়েছে, ফলে আগের তুলনায় দূষণ ছড়াবে কম। আবার দেশের নতুন নির্ধারিত নির্গমনবিধি অনুযায়ী সঙ্গতিপূর্ণ হওয়ায় দূষণ প্রতিরোধের পাশাপাশি জ্বালানি সাশ্রয় করবে।

Suzuki Access 125 অধিক আকর্ষণীয় হয়ে বাজারে এল, দাম হাতের নাগালেই

2025 Suzuki Avenis চারটি নতুন রঙে পাওয়া যাবে

নতুন Suzuki Avenis Standard এখন ভারতের সমস্ত সুজুকি ডিলারশিপে উপলব্ধ। এটি চারটি নতুন কালার কম্বিনেশনে লঞ্চ হয়েছে – গ্লসি স্পার্কেল ব্ল্যাক / পার্ল গ্ল্যাসিয়ার হোয়াইট, গ্লসি স্পার্কেল ব্ল্যাক / প্রাল মিরা রেড, চ্যাম্পিয়ান ইয়েলো নং ২ / গ্লসি স্পার্কেল ব্ল্যাক এবং গ্লসি স্পার্কেল ব্ল্যাক। স্পোর্টি ডিজাইন এবং আগ্রাসী গ্রাফিক্স Avenis-কে তরুণ প্রজন্মের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে।

ইঞ্জিন্র প্রসঙ্গে বললে, নতুন Avenis-এ রয়েছে ১২৪.৩ সিসি অ্যালুমিনিয়াম নির্মিত ৪-স্ট্রোক সিঙ্গল সিলিন্ডার মোটর। এটি ৬,৭৫০ আরপিএম-এ ৮.৫৮ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম-এ ১০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। স্কুটারটি Suzuki Eco Performance (SEP) প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি, যা শক্তি ও জ্বালানি দক্ষতার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করে।

নতুন Avenis স্কুটারটিতে সামনে LED হেডল্যাম্প এবং পেছনে LED টেলল্যাম্প রয়েছে। এছাড়াও স্কুটারটিতে Suzuki Easy Start System, ইন্টিগ্রেটেড ইঞ্জিন স্টার্ট-স্টপ সুইচ, সাইড স্ট্যান্ড ইন্টারলক ও স্পোর্টি মাফলার কাভার যুক্ত হয়েছে। ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত ফিচার হিসেবে রয়েছে USB চার্জার সহ ফ্রন্ট বক্স, স্টোরেজের জন্য ফ্রন্ট র‍্যাক, সেন্ট্রাল লকিং সিস্টেম, শাটার কী, এক্সটারনাল হিঞ্জ টাইপ ফুয়েল ক্যাপ এবং ২১.৮ লিটার আন্ডারসিট স্টোরেজ স্পেস, যা দৈনন্দিন ব্যবহারে অত্যন্ত কার্যকরী।

ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও কানেক্টিভিটি

2025 Suzuki Avenis-এর ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার একাধিক রাইডিং ইনফরমেশন দেখায় যেমন ব্যাটারি ভোল্টেজ, অয়েল চেঞ্জ ইন্ডিকেটর, ডিজিটাল ক্লক, ডুয়াল ট্রিপ মিটার, ইঞ্জিন টেম্পারেচার গেজ, ফুয়েল গেজ, ইকো মোড ইন্ডিকেটর এবং ইনস্ট্যানট ফুয়েল কনজাম্পশন মিটার। এছাড়া, এই ডিসপ্লেতে ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করে, যা রাইডারদের আরও স্মার্ট এক্সপেরিয়েন্স প্রদান করে।

রাজপথে আসছে রয়্যাল এনফিল্ডের প্রথম ইভি বাইক, জানুন কবে আত্মপ্রকাশ

সাসপেনশনের দায়িত্ব সামলায় সামনে টেলিস্কোপিক ফর্কস এবং পেছনে সুইংআর্ম-মাউন্টেড। ব্রেকিংয়ের জন্য সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। স্কুটারটির সামনের টায়ারের মাপ ৯০/৯০ এবং পেছনের টায়ার ৯০/১০০ সেকশন, উভয়ই টিউবলেস।

2025 Suzuki Avenis আধুনিক ডিজাইন, উন্নত ফিচার, শক্তিশালী পারফরম্যান্স এবং নতুন এমিশন নর্মস কমপ্লায়েন্স-এর সমন্বয়ে বাজারে প্রতিযোগিতার জন্য তৈরি। স্পোর্টি লুক, বড় স্টোরেজ এবং ব্লুটুথ কানেক্টিভিটি যুক্ত স্কুটার যারা চাইছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি আদর্শ বিকল্প হতে চলেছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles