🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Google Layoffs: অ্যান্ড্রয়েড, পিক্সল ও ক্রোম বিভাগ থেকে একাধিক কর্মী ছাঁটাই

By Kolkata24x7 Desk | Published: April 11, 2025, 2:48 pm
Ad Slot Below Image (728x90)

Google Layoffs: ফের কর্মী ছাঁটাই! কর্মসংস্থান নিয়ে উদ্বেগ আরও জোরাল। এবার গুগলে কাজ হারালেন একাধিক ব্যক্তি। সম্প্রতি জানা গিয়েছিল আগামী মাসে কর্মচারী ছাঁটাই করতে পারে মাইক্রোসফট। এই উদ্বেগের খবরের আবহে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল বিশ্বের জনপ্রিয় টেক কোম্পানি গুগল (Google)।

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, বৃহস্পতিবার Alphabet-এর অধীনস্থ সংস্থা কর্মী ছাঁটাইয়ের সীদ্ধান্ত নিয়েছে। ফলে এই কর্মীছাঁটাইয়ের ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ১০০ জনের কাছাকাছি। এই কোম্পানির একাধিক বিভাগে এই ছাঁটাই করা হয়েছে।

জানা গিয়েছে, প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভিশন থেকে এই কর্মীভাঁটাই করেছে গুগল। এর অধীনে রয়েছে অ্যান্ড্রয়েড সফটওয়্যার, পিক্সল স্মার্টফোন এবং ক্রোম ব্রাউজারের মত গুগলের পণ্য। প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইসেস ডিভিশন এই পণ্যগুলি পরিচালনার দায়িত্বে রয়েছে। ‘ভলেন্টারি এক্সিট প্রোগ্রাম’ –এর অনুসরণ করে এই কর্মচারী ছাঁটাইয়ের পদক্ষেপটি নেওয়া হয়েছে। এটি চলতি বছরের জানুয়ারি মাসে কর্মচারীদের অফার করা হয়েছিল।

এই বিষয়ে (Google Layoffs) জানতে একটি সংবাদ সংস্থার পক্ষ থেকে গুগলের সঙ্গে যোগাযোগ করলে কোম্পানিটির মুখপাত্রের তরফে ছাঁটাইয়ের বিষয়টিকে নিশ্চিত করা হয়েছে। মুখপাত্র জানিয়েছেন যে, প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইসেস টিমের মধ্যে দক্ষতা ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ছাঁটাইয়ের পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে।

মুখপাত্র আরও জানিয়েছেন যে, “গত বছর প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইসেস টিমগুলিকে একত্রিত করার পর থেকে আমরা আরও দ্রুত এবং আরও দক্ষভাবে কাজ করার উপর বাড়তি গুরুত্ব প্রদান করেছি। এই পরিকল্পনার অংশ হিসাবেই কিছু কর্মচারীর সংখ্যা হ্রাস করা হয়েছে।“

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles