🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Train Hostesses: দেশের প্রতিটি প্রিমিয়াম ট্রেনেই দেখা যাবে রেলসেবিকাদের

By Kolkata24x7 Desk | Published: December 9, 2021, 10:50 pm
Train Hostesses
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: বিমানের মতোই এবার দেশের সব প্রিমিয়াম ট্রেনেই দেখা মিলবে রেলসেবিকাদের (Train Hostesses)। তবে ২৪ ঘন্টা নয়, রেলসেবিকাদের পাওয়া যাবে শুধুমাত্র দিনের বেলায়। রাতের ট্রেনে থাকবেন রেলসেবক অর্থাৎ পুরুষ রেলকর্মীরা (Male Staff)।

উল্লেখ্য বেশ কিছুদিন আগেই পরীক্ষামূলকভাবে কয়েকটি ট্রেনে রেলসেবিকা রাখার বিষয়টি চালু হয়েছিল। সেই সিদ্ধান্তে ভালরকম সাড়া মেলায় এবার দেশের সব প্রিমিয়াম ট্রেনেই (Premium Train) রেলসেবিকা নিয়োগ করতে চলেছে আইআরসিটিসি (IRCTC)।

এতদিন বন্দেভারত, তেজস-এর মত ট্রেনে বিমান সেবিকাদের মত রেলসেবিকা নিয়োগ করেছিল আইআরসিটিসি। সিদ্ধান্ত হয়েছে, শতাব্দী, গতিমান এক্সপ্রেসের মত স্বল্প দূরত্বের ট্রেনে দিনের বেলা রেলসেবিকারা কাজ করবেন। তবে রাতের ট্রেনে আপাতত রেলসেবিকারা থাকবেন না। পরিবর্তে রেলসেবক বা পুরুষ রেলকর্মীরা কাজ করবেন। সে কারণেই রাতের ট্রেনে বিশেষ করে রাজধানী, দূরন্তের মত প্রিমিয়াম ট্রেনে আপাতত রেলসেবিকা রাখা হচ্ছে না। তবে ভবিষ্যতে যে হবে না এমন সম্ভাবনার কথা খারিজ করে দেওয়া হয়েছে। তবে ঠিক কবে থেকে স্বল্প দূরত্বের প্রিমিয়াম ট্রেনে রেলসেবিকারা কাজ শুরু করবেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি রেল কর্তৃপক্ষ।

প্রশ্ন হল এই রেলসেবিকাদের কাজ কি? আইআরসিটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনে ওঠার আগেই যাত্রীদের স্বাগত জানাবেন রেলসেবিকারা। একই সঙ্গে ট্রেনে জল, খাবার ও যাত্রীদের অন্যান্য প্রয়োজনীয় জিনিস পরিবেশন করবেন তাঁরা। যাত্রীদের কোনও অভাব অভিযোগ থাকলে সেটা তাঁরা শুনবেন। যাত্রীরা কোনও অনুরোধ করলে সেটা তাঁরা পালন করবেন। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের প্রতি তাঁরা বিশেষ নজরদারি চালাবেন। বর্তমানে দেশে ২৫টি প্রিমিয়াম ট্রেন চলে।

প্রতিটি ট্রেনেই রেলসেবিকা ও সেবক নিয়োগ করা হবে। মূলত যাদের এ ধরনের কাজের অভিজ্ঞতা বা প্রশিক্ষণ রয়েছে তাঁদেরই নিয়োগ করা হবে। সম্প্রতি গোটা দেশে বেসরকারি উদ্যোগে ৭৫টি বন্দেভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সবকটি বন্দেভারত এক্সপ্রেসেই রেলসেবিকাদের দেখা যাবে। দেশের প্রতিটি ট্রেনেই রেলসেবিকাদের পোশাকও একই হবে বলে রেল বোর্ড জানিয়েছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles