🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Renault Kwid EV-কে এদেশে দেখা গেল, Tiago EV ও Comet EV-কে টক্কর দেবে এই ইভি

By Kolkata24x7 Desk | Published: May 30, 2025, 2:27 pm
Ad Slot Below Image (728x90)

ভারতের রাস্তায় দেখা মিলল Renault Kwid EV-এর। বর্তমানে ইলেকট্রিক গাড়ির প্রতি ক্রেতাদের আকর্ষণ বেড়েই চলেছে। যা দেখে অনুপ্রাণিত রেনো এবারে তাদের জনপ্রিয় হ্যাচব্যাক Kwid-এর বৈদ্যুতিক ভার্সন আনার প্রস্তুতি শুরু করল। সম্প্রতি চেন্নাইয়ে একটি ফ্ল্যাটবেড ট্রাকে এই ইলেকট্রিক গাড়ির উৎপাদনের জন্য প্রায় প্রস্তুত টেস্ট মডেলের দেখা গিয়েছে। যদিও আগেও বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে Kwid EV-এর পরীক্ষা চালাতে দেখা গিয়েছিল। এবারের মডেলটি হল সর্বশেষ আন্তর্জাতিক সংস্করণ, যা বিশ্ববাজারে Dacia Spring Electric নামে বিক্রি হয়।

Renault Kwid EV-র ডিজাইনে পরিবর্তন

নতুন Renault Kwid EV-এর পিছনের দিকের কিছু ছবি থেকে জানা গিয়েছে যে, এতে থাকবে থ্রি-ডি স্টাইলের টেলল্যাম্প, রিয়ার উইন্ডশিল্ড ওয়াইপার, শার্ক-ফিন অ্যান্টেনা এবং স্টিল হুইল। যদিও অভ্যন্তরীণ অংশ দেখা যায়নি, তবে আশা করা হচ্ছে এতে থাকবে একেবারে নতুন কেবিন ডিজাইন, ফ্ল্যাট-বটম স্টিয়ারিং হুইল এবং টুগল-স্টাইল গিয়ার স্যুইচ। এছাড়াও, সাধারণ পেট্রোলচালিত Kwid-এর তুলনায় আরও প্রিমিয়াম ফিচার, যেমন বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম ও ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারও থাকবে বলে অনুমান।

জামাইষষ্ঠীতে লঞ্চ হচ্ছে Hero Vida VX2, বাসন্তী-কালোর দারুণ সংমিশ্রণে শোভা বাড়াবে

পারফরম্যান্স ও রেঞ্জ

আন্তর্জাতিক বাজারে Dacia Spring Electric গাড়িটি দুটি ইলেকট্রিক মোটর বিকল্পে উপলব্ধ – একটি ৪৪ বিএইচপি এবং অন্যটি ৬৪ বিএইচপি শক্তির। উভয় ভার্সনেই ব্যবহৃত হয়েছে একটি ২৬.৮ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারি, যা একবার চার্জে প্রায় ২২০ কিমি রেঞ্জ দিতে সক্ষম। যদিও এখনো নিশ্চিতভাবে জানা যায়নি যে ভারতীয় সংস্করণে কোনো যান্ত্রিক পরিবর্তন আনা হবে কি না, তবে আশা করা হচ্ছে, গাড়িটি মূলত একই স্পেসিফিকেশনেই আসবে।

Renault Kwid EV ভারতের বাজারে লঞ্চ হলে সরাসরি টক্কর দেবে Tata Tiago EV এবং MG Comet EV-এর সঙ্গে। কম্প্যাক্ট ইলেকট্রিক হ্যাচব্যাক সেগমেন্টে এই নতুন মডেলটি ক্রেতাদের মধ্যে উত্তেজনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। রেনল্টের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, সব কিছু ঠিকঠাক চললে চলতি অর্থবছরের শেষ নাগাদ এই গাড়িটি ভারতের বাজারে আসার সম্ভাবনা প্রবল।

2025 Kawasaki Ninja 300 বাজার তোলপাড় করতে নতুন অবতারে ফিরল, দাম কত দেখুন

প্রসঙ্গত, ইলেকট্রিক গাড়ির দিকে ক্রমশ ঝুঁকে পড়া ভারতীয় বাজারে Renault Kwid EV একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। স্টাইল, ফিচার ও কার্যক্ষমতার দিক থেকে এই গাড়িটি বেশ প্রতিযোগিতামূলক হতে চলেছে, বিশেষ করে যারা বাজেটের মধ্যে একটি আধুনিক ইলেকট্রিক গাড়ি খুঁজছেন, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles