জনপ্রিয় এই গায়কের জন্মদিনে চুটিয়ে মজা করল বাবিন
Ad Slot Below Image (728x90)
বায়োস্কেপ ডেস্ক: গতকাল ছিমছাম ভাবে আপনাদের সবার প্রিয় বাবিন সেলিব্রেট করলেন তার বন্ধুর জন্মদিন। ইন্ডাস্ট্রির বন্ধু হলেও অভিনেতা নন তিনি। তিনি গায়ক চয়ণ চক্রবর্তী। অন্যদিকে গুনগুন মানে তৃনা এই দিন ব্যস্ত ছিলেন একটি স্পেশাল ফটোশুটে। নীল তৃনার স্পেশাল ফটোশুট খুব শীঘ্রই সামনে আসবে।
তবে এবার আসি, বাবিনের বন্ধুর জন্মদিনে কারা কারা ছিল সেই কথায়। পর্দার সৌজন্য অর্থাৎ বাস্তবের কৌশিক রায়ের সঙ্গে চয়নের জন্মদিনে উপস্থিত ছিলেন অভিনেতা প্রান্তিক ব্যানার্জি, অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী ছাড়াও খুব কাছের কিছু বন্ধু বান্ধব। নিজের ঘরকে এই দিন যেন জোনাকির আলোয় মুড়ে ফেলেছিলেন চয়ন। চা ও কফির আড্ডা দিয়ে শুরু করে ঠিক রাত্রি বেলা বারোটায় কেক কেটে হলো বন্ধুর জন্মদিন উদযাপন।
View this post on Instagram
[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

