🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

সিনেমা নয় বাস্তব: আবার ‘বিয়ে’ করলেন অভিনেতা প্রকাশ রাজ

By Business Desk | Published: August 25, 2021, 12:21 pm
prakash raj got married again with pony verma
Ad Slot Below Image (728x90)

বায়োস্কোপ ডেস্ক: বলিউড এবং দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj) আবার তাঁর স্ত্রী পনি ভার্মাকে (Pony Verma) বিয়ে করলেন। টুইটের করে তিনি তাঁর বিয়ের খবর জানিয়েছেন৷

প্রকৃতপক্ষে ২৪ অগস্ট মঙ্গলবার প্রকাশ রাজ এবং পনি ভার্মির বিবাহের ১১ বছর পূর্ণ হল৷ এই উপলক্ষে তিনি আবার বিয়ে করেন। অভিনেতা বলেছেন, তাঁর ছেলে বিয়ে দেখতে চেয়ে আবদার করেছিল৷ তাই তিনি আবার বিয়ে করলেন৷ প্রকাশ রাজ তার পরিবারের সঙ্গে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন, যা তাঁর ফ্যানে লাইকের বন্যা বইয়ে দিয়েছে৷

প্রকাশ রাজ বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এবং তাঁর টুইটে লিখেছেন: ‘আজ রাতে আমাদের আবার বিয়ে হল .. কারণ আমাদের ছেলে বেদান্ত আমাদের বিয়ে দেখতে চেয়েছিল’৷ অভিনেতার শেয়ার করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, তিনি তাঁর পরিবারের সঙ্গে সুখের মুহূর্ত কাটাচ্ছেন। এর আগে প্রকাশ রাজ তাঁর বিয়ের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন: “এটা খুবই সত্যি। আমার প্রিয়তম স্ত্রী আমার জন্য এত ভালো বন্ধু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। বান্ধবী এবং একজন অসাধারণ সহযাত্রী হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।”

প্রকাশ রাজ সেইসব তারকাদের একজন, যারা দক্ষিণ ইন্ডাস্ট্রিতে নাম কামানোর পর বলিউডেও একটি শক্তিশালী পরিচয় তৈরি করেছেন। ১৯৯৮ সালে হিটলার চলচ্চিত্র দিয়ে তাঁর বলিউড ক্যারিয়ার শুরু হয়। কিন্তু তিনি ওয়ান্টেডে চরিত্র গনি ভাইয়ের কাছ থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন৷ তিনি ইন্দ্রপ্রস্থম, বন্ধনম, ভিআইপি, নন্দনী, শান্তি শান্তি শান্তি, ভন্নাবালি, আজাদ, গীতা, ঋষি, দোস্ত, সিংহম, ওয়ান্টেড, বুড্ডা হোগা তেরা বাপ, হেরোপান্তি বিনোদন, মুরারি, ইন্দ্র, ইডিয়ট, শক্তি দ্য পাওয়ার, গঙ্গোত্রী, স্মার্ট তিনি দ্য চ্যালেঞ্জ, পোকরি, রানা, লায়ন এবং রুদ্রমাদেবীর মতো ছবিতে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles