🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Mohit Raina marries Aditi: নববর্ষে নতুন ভাবে পথচলা শুরু অভিনেতা মোহিতের

By Kolkata24x7 Desk | Published: January 2, 2022, 10:25 pm
Actor Mohit Raina tied the knot with Aditi
Ad Slot Below Image (728x90)

টিভিতে ভোলেনাথের চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে জনপ্রিয় হওয়া অভিনেতা মোহিত রায়না (Mohit Raina) বছরের শুরুতেই ফ্যানেদের চমকে দিলেন। শনিবার আচমকাই পোস্ট করলেন বিয়ের ছবি। মাত্র গুটিকতক মানুষই হয়তো জানেন যে মোহিতেরও একজন বান্ধবী আছে। আর তার বান্ধবী অদিতি এখন তার স্ত্রী হয়েছেন। বিয়ের সময়কার ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।

কাশ্মীরি আচার রীতি মেনে বিয়ে করেন মোহিত রায়না ও অদিতি। বিয়ের ছবি পোস্ট করে অভিনেতা লেখেন,’ভালোবাসা কোন বাধা বোঝে না, সমস্ত বাধা টপকে এগিয়ে চলে। দেওয়াল ভেদ করে এগিয়ে চলে গন্তব্যের দিকে। ‘মোহিতের কথায়,’বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আমরা দুই থেকে এক হয়েছি। আমাদের নতুন জার্নিতে তোমার ভালোবাসা ও আশীর্বাদ চাই। অদিতি ও মোহিত।’বিয়ের জন্য সাদা শেরওয়ানি বেছে নিয়েছিলেন মোহিত আর অদিতি পরেছিলেন প্যাস্টেল পিঙ্ক রঙের লেহেঙ্গা। মোহিত ও অদিতিকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন ম্রুণাল ঠাকুর ও দিয়া মির্জা।

টেলিভিশনে ‘দেবো কে দেব মহাদেব’ করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা মোহিত রায়না (Mohit Raina Marriage)। তার পর একের পর এক বলিউডের ছবি ও ডিজিটাল প্ল্যাটফর্মের কাজে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে ফেলতে সময় লাগেনি। এবার সেই মোহিতের বিয়ের এমন সুন্দর ছবি দেখে স্বাভাবিক ভাবেই কমেন্টবক্সে শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles