🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

সোশ্যাল মিডিয়া মাতাচ্ছে নচিকেতা কন্যার ‘তুমি ছাড়া’

By Sports Desk | Published: September 28, 2021, 10:50 pm
Ad Slot Below Image (728x90)

অনুভব খাসনবীশ: নিজের জন্মদিনের দিনই অনলাইন প্লাটফর্মে মুক্তি পেয়েছে ধানসিঁড়ি চক্রবর্তীর নতুন গান “তুমি ছাড়া”। সঙ্গী বন্ধু এবং ‘ইস্ট উইন্ড’ ব্যান্ডের সায়ক চট্টোপাধ্যায়। সায়কেরই কথায় ও সুরে দু‘জনে এই গানটি গেয়েছেন নচিকেতা কন্যা৷ ২০২০ সালে বন্ধু সায়কের সঙ্গে মিলেই ‘ইস্ট উইন্ড’ ব্যান্ড তৈরি করেন ধানসিঁড়ি। 

আরও পড়ুন মধ্যমেধা নাকি গবেষণার অভাব? ওয়েব সিরিজে জেলা পুলিশ কমিশনার পদ সৃষ্টি করলেন অঞ্জন দত্ত

ইতিমধ্যেই ধানসিঁড়ির ফেসবুক পেজ থেকে প্রকাশিত গানটি শুনেছেন প্রায় ৬৩ হাজার নেটিজেন। ধানসিঁড়ি এবং সায়ক দুজনেই শুভেচ্ছায় ভেসে গিয়েছেন ।

ছোট থেকেই সঙ্গীত ঘরানায় বড় হয়েছেন ধানসিঁড়ি । বাবার কাছে পেয়েছেন ধ্রুপদী গান ও গজলের তালিম। বেশ কিছু ছবিতে গান করে ফেলেছেন তিনি। যার মধ্যে রয়েছে ‘মহানায়িকা’, ‘অলীক সুখ’-এর মতো জনপ্রিয় বাংলা ছবিও। ‘তুমি ছাড়া’ শুধু নেটিজেনদেরই নয়, ভালো লেগেছে স্বয়ং নচিকেতা চক্রবর্তীরও। মেয়ের কথায়, “আমার নিজের গানটা বাবাকে শোনানোর সাহস ছিল না, মা-ই শুনিয়েছিল বাবাকে । বাবা বলেছেন ভাল গেয়েছ ।”

আরও পড়ুন এবার নতুন কোর্টে পা দিচ্ছেন ভারতের টেনিসের রাণী

অন্যদিকে, শুধু ‘তুমি ছাড়া’ই নয়। এই পুজোতেই আসতে চলেছে ধানসিঁড়ি চক্রবর্তীর প্রথম সিঙ্গলসও। এর আগে বাবার সঙ্গে বহুবার একমঞ্চে গান করতে দেখা গেছে ধানসিঁড়িকে। তাঁর বাইরে বেরিয়ে ইন্দ্রজিৎ দে’র কম্পোজিসনে এবাররই প্রথম সিঙ্গলস আসছে তাঁর।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles