পার্ফেক্ট লুকে ফ্রেমবন্দি পিগি চপস, কোন গোপন রহস্যে খুলছে রূপ

বায়োস্কোপ ডেস্ক, মুম্বই- ১০ বছরের ছোট নিকের পাশে মোটেও বেমানান নন এখন প্রিয়ঙ্কা। উল্টো বয়স যেন তাঁর উল্টো পথেই হাঁটছে, নিজেকে এভাবেই পার্ফেক্ট লুকে সাজিয়ে…

priyanka

বায়োস্কোপ ডেস্ক, মুম্বই- ১০ বছরের ছোট নিকের পাশে মোটেও বেমানান নন এখন প্রিয়ঙ্কা। উল্টো বয়স যেন তাঁর উল্টো পথেই হাঁটছে, নিজেকে এভাবেই পার্ফেক্ট লুকে সাজিয়ে নিলেন হটস্টার। দিন দিন এভাবে রূপের ছটা কীভাবে ফেটে পড়ছে পিগি চপসের, প্রশ্ন অনেকেই। তাই এবার আর কোনও রকম রাখ-ঢাক ছাড়াই নিজের ফিটনেস রহস্য নিজেই ফাঁস করলেন প্রিয়ঙ্কা চোপড়া।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

 

দিনভর তাঁর রুটিনে জড়িয়ে থাকে ডায়েট, সঙ্গে শরীর চর্চা, কোন কোন বিশেষ দিকে নজর দিয়ে থাকেন তিনি! এবার প্রসঙ্গে আসা যাক।

প্রতিদিন ঘুম থেকে উঠে প্রিয়ঙ্কা যোগা করেন। নিয়মিত যোগা অভ্যাস করায় তিনি মনে করেন শরীর সতেজ থাকে ও এনার্জি পাওয়া যায়।

নিয়মিত জিমও করে থাকেন প্রিয়ঙ্কা। দিনে দুঘণ্টা তিনি জিমে সময় কাটান। এই সময় কার্ডিও, পুশআপ, বাইসেপ করে থাকেন তিনি।

ওয়েট তুলে থাকেন প্রিয়ঙ্করা। কিন্তু তা নিয়মিত নয়। লেগ করে থাকেন সপ্তাহে তিন দিন।

প্রিয়ঙ্কা সারাদিনের পর্যাপ্ত পরিমাণে জল পান করে থাকেন। সারাদিন তিন লিটার জল পান করেন প্রিয়ঙ্কা।

তেল জাতীয় খাবারে প্রিয়ঙ্কার সাফ না। তিনি বাড়ির খাবারই বেশি পছন্দ করেন। শ্যুটিং-এও তিনি তাই খেয়ে থাকেন।

টাকটা ফল ও টাকটা সব্জি খেলে শরীর ভালো থাকে, প্রিয়ঙ্কার মতে এতে ইমিউনিটি শরীরে ভালো হয়।

বর্তমানে নিজের রেস্তোরাঁ সোনা নিয়ে বেস ব্যস্ত তিনি। ভারতের বিভিন্ন প্রান্তের খাবারের স্বাদ নিতে সেখানে নিত্য উপচে পড়ে ভিড়। মেলে কন্টিনেন্টালও। তবে নিজে খুব একটা ফুডি নন প্রিয়ঙ্কা। শরীর ধরে রাখতে একাধিক নিয়ম মেনে জীবনযাপন  করেন নিক ঘরনী।