🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

জন্মের পর ১৪ দিন পর্যন্ত সন্তানকে স্তন্যপান করাতে পারেননি করিনা, নিজেই ফাঁস করলেন খবর

By Business Desk | Published: August 13, 2021, 1:11 pm
Kareena Kapoor Hot
Ad Slot Below Image (728x90)

বায়োস্কোপ ডেস্ক: সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন করিনা। বর্তমানে সইফ এবং করিনার প্রথম সন্তান তৈমুর-এর বয়স ৪ বছর। তবে এরই মধ্যে তৈমুর রীতিমতো তারকা হয়ে উঠেছে। জনপ্রিয়তার নিরিখে অনেক বলি-সেলেবদের পিছনে ফেলে দিতে পারে তৈমুর। অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তানের জন্মদেন করিনা। দ্বিতীয় সন্তানের নাম জাহাঙ্গীর আলি খান রাখায়, ব্যপক ট্রোলের শিকার হতে হতে হয় সইফ এবং করিনাকে।

ইতিমধ্যেই ৯ অগস্ট ‘করিনা কাপুর খান প্রেগন্যান্সি বাইবেল’ প্রকাশিত হয়েছে। সেই বাই প্রকাশ্যে আসার পর করিনার গর্ভকালীন অবস্থার বেশ কিছু অজানা তথ্য সামনে এসেছে। সেই বই থেকেই জানা যায়, করিনা তাঁর প্রথম সন্তান জন্মের পর ১৪ দিন তাঁকে স্তন্যপান করাতে পারেননি। অর্থাৎ তৈমুর জন্মের পর প্রায় ২ সপ্তাহ মায়ের স্তন্যপান থেকে বঞ্ছিত ছিল। তবে জাহাঙ্গীর জন্মের পর থাকে স্তন্যপান করাতে কোনও অসুবিধে হয়নি অভিনেত্রীর। একেই করিনা তাঁর জীবনের বড় শান্তি বলে মনে করছেন।

তৈমুরের সময় করিনার সি-সেকশন করতে হয়েছিলো। গর্ভে তৈমুর ঠিকমত নাড়াচড়া করত না। যার ফলে তড়িঘড়ি সিজার করতে হয়। এতেই স্তন্নপানে সমস্যা দেখা দেয় করিনার। এর পাশাপাশি সিজার হওয়ার ফলে অন্যান্য কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছিল করিনার। পড়ে অবশ্য সব ঠিকঠাক হয়ে যায়। বইতে করিনা নিজেই জানান, ১৪ দিন পর্যন্ত ড্রাই ছিলেন তিনি। তাঁর মা এবং নার্স অনেক চেষ্টা করতেন কিন্তু কোনও লাভ হয়নি। তবে করিনা এও জানান, দ্বিতীয় সন্তানের সময় তাঁর কোনও সমস্যাই হয়নি। সেই সময় অনেক ভালো ফ্লো ছিল করিনার।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles