🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

বিগ বি সঞ্চালনায় নতুন সাজে আসছে “KBC 13”

By Business Desk | Published: August 7, 2021, 11:23 am
Amitabh Bachchan
Ad Slot Below Image (728x90)

বায়োস্কোপ ডেস্ক: টেলিভিশনের পর্দায় ফের স্বমহিমায় ফিরছেন বলিউডের শাহেনশা। খুব শীঘ্রই আসছে কৌন বানেগা কৌড়পতি পার্ট ১৩ (KBC 13)। কেবিসি টিভির পর্দায় আসার আগেই শো-কর্তৃপক্ষ একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি রিলিজ করেছে। কেবিসি ১৩-এর প্রিমিয়ারের আগে এই শর্ট ফিল্মের মাধ্যমেই ফের অমিতাভ বচ্চনের প্রত্যাবর্তনের কথা ঘোষণা করা হয়েছে।

এই শর্ট ফিল্মের নাম ‘সম্মান’। ছবিটি তিনটে ভাগে বিভক্ত। গত ১৯ শে জুলাই প্রথম অংশটি নিজের ইন্সটগ্রামে পোস্ট করেছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। সম্প্রতি পোস্ট করলেন ছবিটির দ্বিতীয় অংশও। নেট মাধ্যমে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে এই স্বল্প দৈর্ঘ্যের ছবি।

ছবিটির পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ওমকার দাস মানিকপুরি। মধ্যপ্রদেশের বেরছা নামের একটি গ্রামে শুটিং হয়েছে এই ছবির। ছবিতে দেখা যাচ্ছে যে, একটি গ্রামে স্কুল তৈরির জন্য টাকা জোগাড় করতে কেবিসিতে আসছেন এক ব্যক্তি। সেই নিয়েই গল্প এগোয়। যদিও তিন নম্বর অংশটি এখনো প্রকাশ পায়নি।

যদিও টিভির পর্দায় কবে থেকে দেখা টেলিকাস্ট হবে কেবিসি ১৩ তা এখনো জানা যায়নি। তবু অমিতাভ বচ্চন নিজে সোশ্যাল সাইটে জানিয়েছেন, অপেক্ষার অবসান। শীঘ্রই ফিরছে কেবিসি ১৩।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles