🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Sayantani Ghosh: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ

By Entertainment Desk | Published: December 6, 2021, 11:10 am
Sayantani Ghosh
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী ঘোষ (Sayantani Ghosh)। দীর্ঘদিনের প্রেমিক অনুরাগ তিওয়ারির সঙ্গে নতুন জীবন শুরু করলেন। বেশ কিছু বছর হিন্দি ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ সায়ন্তনী। বাঙালি মেয়ের বিয়ের আসর বসে কলকাতায়। একেবারেই ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CW-knE-NQ3p/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CXGGw3avDbU/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CXG5vfuNmTf/?utm_source=ig_web_copy_link

রবিবারই বাগদানের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সঙ্গে শাঁখা পলা পরা হাতের ছবি দিয়েও লেখেন, ‘অনেক দিনের স্বপ্ন শাঁখা পলা পরব। অবশেষে সেই দিন এসে গেল।’ সাত পাকে বাঁধা পরার পর বিয়ের ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। ছবি শেয়ার করে লিখেছেন, ‘আর এভাবেই আমি মিস থেকে মিসেস হলাম’। 

জানা গেছে, স্বামী অনুরাগ তিওয়ারি অবাঙালি হলেও, বাঙালি কন্যা সায়ন্তনীর বিয়ে হয় একেবারে বাঙালি নিয়ম কানুন মেনে। এদিন লাল বেনারসি শাড়িতে অনুরাগীদের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করেছেন তিনি। সায়ন্তনীর স্বামী অনুরাগকেও দেখা গিয়েছে বাঙালি পোশাকে। ধুতি এবং ডিজাইনার কুর্তায় সেজেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে সায়ন্তনী বলেন, ‘যে মুহূর্তে আমি শাঁখা পলা পরি, তখন ভিতর থেকে অন্যরকম কিছু অনুভব করছিলাম। নিজের মধ্যে বেশ কিছু পরিবর্তন অনুভব করছিলাম। এর আগেও অভিনয় করতে গিয়ে চরিত্রে প্রয়োজনে আমি শাঁখা পলা পরেছি। কিন্তু এবারের ব্যাপারটা আলাদা। আমার মনে হয় লাল বেনারসিতে সব বাঙালি মেয়েদেরই দেখতে খুব সুন্দর লাগে। তার সঙ্গে শাঁখা পলা, চন্দনের সাজ, মাথায় সিঁদুর, সব মিলিয়ে অন্যরকম অনুভূতি হচ্ছে।’

প্রসঙ্গত, টলিউডে বেশ কয়েকটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন সায়ন্তনী ঘোষ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে তাঁকে কিছু ছবিতে দেখা যায়। এছাড়াও তিনি ‘কুমকুম- পেয়ার সা বন্ধন’, ‘নাগিন ৪’, ‘নামকরণ’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles