🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

লন্ডনের স্বপ্ন দেখিয়ে বিয়ে, শাহরুখ কীভাবে ঠকিয়েছিলেন গৌরীকে

By Entertainment Desk | Published: July 4, 2021, 12:35 pm
Ad Slot Below Image (728x90)

মুম্বই: খানেদের মধ্যে সম্পর্কের নিরিখে যদি কাউকে একশো-তে একশো দিতে হয়, তবে তিনি হলেন শাহরুখ খান। বিচ্ছেদের ঝড়ে আমির, সলমন খান স্টিল ব্যচেলার, তবে স্ত্রী-সন্তানদের নিয়ে দিব্যি সংসার করছেন শাহরুখ খান। তবে প্রথম থেকেই কি সবটা এতটা সহজ ছিল! না, কখনই নয়।

শাহরুখ খানের ক্ষেত্রেও সমীকরণটা এক। জীবনের প্রতিটা অধ্যায়তেই নতুন নতুন যুদ্ধের মুখোমুখি হওয়াটাই ছিসল শাহরুখ খানের চ্যালেঞ্জ। তারই মাঝে ভালোবাসা-ভালোলাগা, দারিদ্রতা, অনিশ্চয়তা মিলে মিশে একাকার।

বিয়ের প্রস্তাব নিয়ে গৌরীর দরবারে কিং খান, কথা দেওয়ার পালা, কথা রাখার পালা, অগাধ বিশ্বাস নিয়ে গৌরী শুনেছিলেন শাহরুখ তাঁকে বিয়ের পর দেখাবেন লন্ডন। ভালোবেসে আবেগে বিয়ের পিঁড়িতে গৌরী। এবার হানিমুনের পালা, সব রেডি, তবে লন্ডন যাওয়ার টাকাটা বাদ রেখে। কী হবে উপায়।

বাংলার বুকই তখন বেছে নিয়েছিলেন কিং খান। গৌরীকে কিছু না জানিয়ে লন্ডন বলে সোজা নিয়ে এসেছিলেন দার্জিলিং। পাহাড় কোলে রোম্যান্স কিং-এর সঙ্গে হানিমুনের স্বাদ পেয়ে গৌরী ভুলেছিলেন লন্ডন শোক। যদিও কিং খান তাঁর কথা রেখেছেন, অক্লান্ত পরিশ্রম আর কেরিয়ার গড়ার নেশায় তিনি আজ বলিউড বাদশা। বিদেশ সফর উইকএন্ড ট্রিপের সমান।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles