🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

পদুচেরিতে একা একা ছুটি কাটাচ্ছেন সোহিনী

By Sports Desk | Published: October 1, 2021, 11:29 pm
Sohini sarkar
Ad Slot Below Image (728x90)

বায়োস্কোপ ডেস্ক: পদুচেরির সমুদ্রসৈকতে প্রিয় বান্ধবীদের সাথে একা একা সময় কাটাচ্ছেন সোহিনী সরকার (Sohini sarkar)। শুধু অবসর সময় কাটাচ্ছেন না, এই ফাঁকে ফটোশুটের কাজ সেরে নিলেন তিনি। শ্রীকান্ত ছবির জন্য সমুদ্র সৈকতের বালুকায় ফটোশুট ও স্কুটি রাইডের ছবি নিজেই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। সাথে দেখা গেল প্রিয় বান্ধবী শ্রীমা ভট্টাচার্য, মধুমিতা সরকারদের।

নায়িকার বেড়াতে যাওয়ার প্রতি ভালোবাসার কথা আলাদা করে বলার প্রয়োজন হয় না। প্রায়ই খবর পাওয়া যায়, সুযোগ পেলেই সোহিনী বেরিয়ে আসেন কাছের কোনো অফবিট ডেস্টিনেশন কিংবা বিদেশে। প্রেমিক রনজয়ের সাথে নায়িকার ছুটি কাটানোর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কদিন আগেই। এখন আবার ছবির শুটিং এর মাঝেই পুডুচেরিতে নায়িকার বেড়াতে যাওয়ার মুহূর্ত নিয়ে শোরগোল নেটিজেনদের মধ্যে।

ইনস্টাগ্রামে অভিনেত্রী ভাগ করে নিয়েছেন বন্ধুদের সাথে সমুদ্র সৈকত এবং পথচারীর অলি গলিতে ঘুরে বেড়ানোর মুহূর্ত। প্রসঙ্গত, শুক্রবার জন্মদিন ছিল সোহিনী সরকারের। শুটিংয়ের ফাঁকে বান্ধবীদের সাথে একান্তে জন্মদিন পালন করে ফেললেন অভিনেত্রী। ব্যস্ততার মাঝে নেট মাধ্যম থেকে লাইফ করতেও দেখা যায় তাকে। নেট দুনিয়া উপচে পড়েছে অনুরাগীদের শুভেচ্ছা বার্তায়।

সোহিনী জানিয়েছেন যে, কাজের মধ্যে থেকেই জন্মদিন উপভোগ করতে ভালোবাসেন তিনি। হইচইয়ের একটি নতুন ওয়েব সিরিজের শুটিংয়ের কারণে বেশ কিছুদিন ধরে পুডুচেরি তে সময় কাটাচ্ছেন নায়িকা। শুক্রবার 29 বছর বয়সে পা রাখলেন অভিনেত্রী। উল্লেখ্য, গত বছর অভিনেত্রী নিজের জন্মদিনের দিনটি কাটিয়ে ছিলেন মুর্শিদাবাদে।

টেলিভিশন সিরিয়াল এর মাধ্যমে গ্ল্যামার জগতে প্রবেশ করেছিলেন সহিনি সরকার। এরপর একে একে অজস্র সফল সিনেমা, টেলিভিশন সিরিয়াল এবং ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। বিবাহ অভিযান, ফড়িং, ক্রিসক্রস ও ভিঞ্চি দার মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করতে দেখা যায় তাকে। আবীর চট্টোপাধ্যায় এর বিপরীতে ব্যোমকেশের সত্যবতীর চরিত্র অভিনয় করেছিলেন সহিনি সরকার। কিছুদিন আগে প্রেমিক রনজয়ের সাথে বিয়ের প্রসঙ্গে তোলপাড় হয় নেট দুনিয়া। 

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles