🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

মুক্তি পেল কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ছবির ট্রেলার

By Business Desk | Published: September 29, 2021, 1:49 pm
Koel Mallick and Parambrata Chatterjee
Ad Slot Below Image (728x90)

বায়োস্কোপ ডেস্ক: সম্প্রতি মুক্তি পেল কোয়েল মল্লিক (Koel Mallick) এবং পরমব্রত চট্টোপাধ্যায় ( Parambrata Chatterjee) অভিনীত নতুন ছবি “বনি”-র ট্রেলার। ছবিটি মুক্তি পাচ্ছে পুজোর সময় ‘আড্ডা টাইমস্’ ও.টি.টি. প্লাটফর্মে।

ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে আগামী ১০ই অক্টোবর। প্রসঙ্গত, এর আগে কোয়েল ও পরমব্রতকে শেষবার জুটি বাঁধতে দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত হেমলক সোসাইটি ছবিতে। কোয়েল মল্লিক জানিয়েছেন, যদিও তারা দীর্ঘদিনের বন্ধু এবং একসাথে আগেও কাজ করেছেন, এই প্রথম পরমব্রত অভিনয়ের পাশাপশি পরিচালনাও করছেন এই ছবিতে।

Koel Mallick and Parambrata Chatterjee

ছবির ট্রেলারের শুরুতে পরমব্রত ও কোয়েলের (যারা ছবির মূল চরিত্র) বিয়ের আনন্দময় দাম্পত্য জীবনের প্রতিফলন এবং বাড়িতে এক নতুন অতিথির আগমনে। অনুপম রায়ের মনমুগ্ধকর গানের সুরের মাঝেই গল্পটি অপ্রত্যাশিতভাবে বিষন্ন ও গুরুতর পরিস্থিতির মোড় নেয়। একটি দুর্ঘটনা আর নবজাতকের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা দেখা দেয় ছবির ঝলকে।

আবার অপরদিকে, অঞ্জন দত্তকে, যিনি একজন প্রবাসী বাঙালির চরিত্রে অভিনয় করছেন, দেখা যায় সন্ত্রাস যোগের কারণে দেশ থেকে পালিয়ে যেতে দেখা যায়। ছবির ট্রেলারে কল্পবিজ্ঞানের ছোঁয়াও রয়েছে যা ছবির মূল গল্প সম্পর্কে ধোঁয়াশার সৃষ্টি করে।

Koel Mallick and Parambrata Chatterjee

ছবির ট্রেলার মুক্তির পর থেকেই সারা ফেলেছে দর্শকের মনে। আড্ডা টাইমস্ প্ল্যাটফর্মের পাশাপাশি পুজোয় ছবিটি মুক্তি পেতে চলেছে বড়ো পর্দাতেও। অনুরাগীদের পাশাপাশি চলচ্চিত্র বিশেষজ্ঞরাও ছবিটি নিয়ে বেশ উৎফুল্লতা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ছবিটি প্রযোজনা করেছন কোয়েল মল্লিকের স্বামী নিশপাল সিংহ রানে।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে ছবির চিত্রনাট্য। অনিরুদ্ধ দাশ গুপ্ত এবং পরমব্রত চট্টোপাধ্যায় একত্রিত ভাবে ছবিটির চিত্রনাট্য ও গল্প নির্মাণ করেছেন। ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক ছাড়াও কাঞ্চন মল্লিক, অঞ্জন দত্ত ও জাচারি কফিনের মত অভিনেতাদের অভিনয় করতে দেখা গেছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles