🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

ক্যামেরার সামনে নিজের পোশাক নিজেই খুলে ছুঁড়ে ফেললেন মিমি, ভাইরাল ভিডিও

By Entertainment Desk | Published: August 12, 2021, 10:54 pm
mimi
Ad Slot Below Image (728x90)

মিমি চক্রবর্তী, টলিউডে যাঁর দাপট এক কথায় বলতে গেলে সেরার সেরা। সেলেব দুনিয়ায় ঝড় তোলা এই হট টলি ডিভা নিজের রূপে ও অভিনয় গুণে কাবু করে রেখেছেন আট থেকে আশিকে। লোকসভার সদস্য হওয়ার পাশাপাশি নিজের এলাকার সকলের পাশে বিপদে দাঁড়ানো, আবার পাল্লা দিয়ে লাইট-ক্যামেরা অ্যাকশন শব্দের সঙ্গে তাঁর সম্পর্ক, সব মিলিয়ে যাকে বলে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। 

এরই সুবাদে নেট দুনিয়ায় নিত্য লক্ষ্য লক্ষ্য ভক্তের ভিড় জমে। মিমি একটি ভিডিও হোক বা ছবি, শেয়ার করা মাত্রই হয়ে ওঠে পলকে ভাইরাল। তবে এবার এ কি কাণ্ড ঘটালেন মিমি চক্রবর্তী! সোজা ক্যামেরার সামনেই বদলে ফেললেন পোশাক, মুহূর্তে এই ভিডিও ছড়িয়ে পড়ে, না তেমন কিছু নয়, বরং টিকটক ট্রেন্ড বা রিল ফলো করেই এই ভিডিও তৈরি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi (@mimichakraborty)

বেশ কয়েকদিন ধরেই মিমি চক্রবর্তী কালো পোশাকে ছবি শেয়ার করে ভক্তদের মনে ঝড় তুলেছেন। সেই পোশাকেই এবার এক মজার ভিডিও শেয়ার করে নিলেন। যেখানে প্রথমে তাঁকে দেখা যায় একটি সাদা পোশাক পরে থাকতে, পরবর্তীতে তিনি তা পলকে পাল্টে কালো পোশাকে চেনা লুকে ধরা দিলেন, আর এতেই এখন দিব্যি মজে রয়েছে নেট দুনিয়া। 

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles