প্রেমের সম্পর্ককে সুদৃঢ় করতে, এই ৫ টি বিষয় মাথায় রাখুন

কোথায় আছে বিন্দু বিন্দুতেই সিন্ধু তৈরি হয়। তাই আপনার ছোট ছোট ভুলও সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলে। আপাতদৃষ্টিতে ভুল মনে নাও হতে পারে, কিন্তু সেগুলোই…

relationship

কোথায় আছে বিন্দু বিন্দুতেই সিন্ধু তৈরি হয়। তাই আপনার ছোট ছোট ভুলও সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলে। আপাতদৃষ্টিতে ভুল মনে নাও হতে পারে, কিন্তু সেগুলোই পরবর্তী কালে সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাড়ায়। অনিছাকৃত কিছু ভুলের জন্য সম্পর্ক টেকে না। তাই সম্পর্ককে সুদৃঢ় রাখতে প্রথম থেকেই খুব ছোট ছোট বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। সম্পর্কে এই ৫ টি ভুল কখনোই করবেন না।

১) সম্পর্ক নিয়ে কখনোই তাড়াহুড়ো করবেন না। পরিচয় হওয়ার পরের দিনই প্রস্তাব, তার পরের দিনই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা – এমন ভুল করবেন না। এতে একে অপরকে ঠিক মতো চেনাই হয়ে ওঠে না। যার ফলে অনেক ভুল বোঝাবুঝি দেখা দেয়। তাই সম্পর্কে যাওয়ার আগে, একে অপরকে ভালো করে চিনুন।

২) সবসময় নিজের সিধান্ত সঙ্গির ওপর চাপিয়ে দেবেন না। ভালবাসায় একে অপরের কথা মেনে চলা সাধারণ বিষয়। তাই বলে সব সময় নিজের মতামত সঙ্গির ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। সঙ্গির ইচ্ছাগুলোকেও সম্মান করতে শিখুন।

৩) সম্পর্কে আছেন মানে এই নয় যে আপনি তার সব বিষয়ে নাক গলাবেন। তার ফোন চেক করবেন, জোর করে তার বেক্তিগত পরিধিতে ঢুকে পরবেন। এটা কোন ভাবেই সমর্থন করা যায় না। একে অপরকে বিশ্বাস করতে শিখুন।

৪) আমার ভালোবাসার মানুষটি, আমাকে খুবই ভালবাসে, আমি যাই করিনা কেন সে কখনোই আমাকে ছেড়ে যাবে না। এই মনভাব পোষণ করলে তা এখুনি পালটে ফেলুন। এই মনোভাব থাকলে সম্পর্কের প্রতি একটা দায়সারা ভাব চলে আসে। যা সম্পর্কের ক্ষতি করে। তাই প্রিয়জনকে সময় দেওয়ার চেষ্টা করুন।

৫) মিথ্যে কথা বলা একেবারেই চলবে না। মাথায় রাখবেন একটি মিথ্যেকে ঢাকতে গিয়ে অনেক মিথ্যে কথা বলতে হয়। একটি সম্পর্কের ভিত হোল বিশ্বাস। মিথ্যে কথা সেই ভিতকে আলগা করে দেয়। যার ফলে সম্পর্ক ভেঙ্গে পড়ে।