🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Sign of Good Luck: নারীদেহে কোথায় তিল থাকলে তা সৌভাগ্যের লক্ষণ

By Kolkata24x7 Desk | Published: December 2, 2021, 8:30 pm
sign of good luck
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: মানবদেহে নানা রকম জন্ম দাগ বা তিল থাকে। শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট কালো তিল আমাদের সৌন্দর্য বাড়িয়ে দেয়। এই বিউটি স্পট বা ছোট তিলগুলো কোথায় থাকলে কি হয় (Sign of Good Luck), এমন অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে ভারতীয় উপমহাদেশীয় পণ্ডিতদের কাছে ও জ্যোতিষদের গবেষণায়।

খনার বচনে বলা হয়েছে, পুরুষের শরীরে ডান দিকে ও মেয়েদের শরীরে বাঁ দিকে তিল থাকা শুভ৷ কোনও ব্যক্তির শরীরে ১২টার কম তিল থাকা শুভ লক্ষণ৷ মাথার মাঝখানে তিল থাকলে তা নির্মল ভালোবাসার প্রতীক বলে মনে করা হয়৷ মাথার ডান দিকের তিল থাকলে ধনী ও বুদ্ধিমান হয়

খনার বচনেও আরও বলা হয়েছে, যাদের ভ্রুতে তিল থাকে, তারা প্রায়ই ভ্রমণ করেন৷ আর ডান ভ্রুতে তিল থাকলে ব্যক্তির দাম্পত্য জীবন সুখী হয়৷ ডান চোখের মণিতে তিল থাকলে বিচার-বুদ্ধি ভালো থাকে৷ চোখের ডান পাতায় যাদের তিল থাকে তারা বেশি সংবেদনশীল৷

মুখমণ্ডলের আশপাশের তিল থাকলে, সুখী ও ভদ্র হওয়ার সঙ্কেত দেয়৷ যে মহিলার নাকে তিল রয়েছে, তারা সৌভাগ্যবতী হন বলেই উল্লেখ রয়েছে খনার বচনে৷ ঠোঁটে তিল রয়েছে মানে তাদের হৃদয়ে ভালোবাসায় ভরপুর৷ আর কানে তিল থাকা ব্যক্তি দীর্ঘায়ু হন

ডান কাঁধে তিল থাকলে সেই ব্যক্তি দৃঢ়চেতা বলে উল্লেখ রয়েছে৷ মহিলাদের ডান দিকের বুকে তিল থাকা খুবই শুভ। এমন স্ত্রী খুব ভালো হয়৷ ডান হাতে তিল থাকলে, তারা শক্তিশালী হন।

শুধু ডান দিকেরগুলো উল্লেখ করা হল, কারণ বাঁদিকের তিলে সবগুলোই প্রায় নেতিবাচক হিসেবে দেখানো হয়েছে। এবার নিজেই দেখে নিন আপনার শরীরে কোথায় তিল রয়েছে, আর কয়টা বৈশিষ্ট্য মিলেছে। যদিও এসব ধারণাকে অনেকেই কুংসস্কার হিসেবে দেখেন। তবে কিছু তিল কিন্তু রোগেরও লক্ষণ৷ বড় তিল বা অনেক বেশি তিল থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles