🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

ভাইয়ের সাইকেলে ফোঁটা দিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ

By Sports Desk | Published: November 7, 2021, 10:11 am
A unique protest against fuel excessive price hike
Ad Slot Below Image (728x90)

Special Correspondent, Kolkata: কেন্দ্র শুল্কে ছাড় দিলে কী হবে দাম এখনও আকাশ ছোঁয়া দাম পেট্রোল ডিজেলের। এমন অবস্থায় বাঙালির নানা উৎসব পরব তো রয়েছেই। পকেটে সামাল দিতে গিয়ে হিমশিম মানুষ। ভাইফোঁটায় আসা যাওয়া মিলে প্রায় ৬০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় বর্ধমানের ছেলে সন্দীপনকে। তাতে চড়েই নিতে গেলেন ফোঁটা। বোনও খুশি। ভাইয়ের সঙ্গে তার যান সঙ্গীকেও দিলেন ফোঁটা।

সন্দীপন জানিয়েছেন, “পেট্রোলের দাম আকাশছোঁয়া , বোনের বাড়িতে ফোঁটা নিতে বাইক বা গাড়ি ছেড়ে সাইকেলে পারি আপ ডাউন ৬০ কিলোমিটার রাস্তা। বিনাব্যায়ের মাধ্যম সাইকেলই হয়তো ভবিষ্যত , তাই ভাইয়ের সাথে সাথে সাইকেল কে ভাইফোঁটা দিয়েছে আমার বোনও, দীর্ঘজীবি হোক সাইকেল , পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছি আমরা”।

বৃহস্পতিবার কলকাতায় লিটারে ৫ টাকা ৮২ পয়সা কমে পেট্রোলের নতুন দাম হল ১০৪ টাকা ৬৭ পয়সা। লিটারে ১১ টাকা ৭৭ পয়সা কমল ডিজেলের দাম। কলকাতায় ডিজেলের দাম দাঁড়াল ৮৯ টাকা ৭৯ পয়সা।পেট্রোল-ডিজেলে ভ্যাট কমিয়েছে গুজরাত, অসম, ত্রিপুরা, কর্ণাটক, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড, বিজেপি শাসিত এই সাত রাজ্য। পেট্রোল-ডিজেলে ভ্যাট কমিয়েছে সিকিম সরকারও।

A unique protest against fuel excessive price hike

 

অসম, ত্রিপুরা, কর্ণাটক এবং গোয়া প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের ভ্যাট কমিয়েছে ৭ টাকা। প্রতি লিটার পেট্রোল-ডিজেলের ভ্যাট ১২ টাকা কমিয়েছে উত্তরপ্রদেশ।

দেশজুড়ে পেট্রোল, ডিজেলের নির্ভরতা কমাতে স্থায়ী সমাধানের পথে হাঁটছে কেন্দ্র। কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন আগামী কয়েক মাসের মধ্যেই সমস্ত নতুন গাড়িতে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন বাধ্যতামূলক করার দিকে এগোচ্ছে কেন্দ্র। এই নিয়ম যদি লাগু হয়, তবে দেশবাসী অনেকটাই স্বস্তি পাবে। তাঁরা পেট্রোল-ডিজেলের বদলে একটি বিকল্প জ্বালানী হাতে পাবে, যা দামে অনেক কম।

নীতিন গডকরি জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যেই এই নতুন নিয়ম লাগু করার কথা ভাবছে কেন্দ্র। কেন্দ্র সরকার সমস্ত অটোমোবাইল কোম্পানিগুলিকে অনুরোধ করবে তারা যেন ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন ব্যবহার করেন। কেন্দ্র যদি এই নিয়ম অনিবার্য হিসেবে লাগু করে, তবে জ্বালানীর দাম ৬০ টাকা প্রতি লিটারে চলে আসবে। এরফলে মানুষের পকেটে চাপ অনেকটাই কমবে।

<

p style=”text-align: justify;”>সাধারণত এক লিটার ইথানল ৮০০ গ্রাম পেট্রোলের সমান কাজ করে। এছাড়া এই বিশেষ ইঞ্জিন বৈদ্যুতিক শক্তি তথা সিএনজি, বায়ো-এলএনজিকেও জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবে। তাছাড়া এর দূষণও পেট্রোলের তুলনায় অনেকটাই কম। বলা হচ্ছে এর মাধ্যমে সাধারণ মানুষ দামি পেট্রোল ও ডিজেল থেকে মুক্তি পাবেন এবং যানবাহনের জ্বালানি প্রতি লিটারে মাত্র ৬০ টাকাই খরচ করতে হবে আমজনতাকে। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন নিয়ে নিয়মিত কথাবার্তা চলছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles