🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Tyre House in West Bengal: টায়ার হাউসে কাটিয়ে আসুন একদিন

By Suparna Parui | Published: December 21, 2021, 1:51 pm
Tyre House in West Bengal
Ad Slot Below Image (728x90)

NEWS DESK : মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে ভারতের প্রথম টায়ার হাউস (Tyre House in West Bengal)। এই শীতের মরশুমে আপনি ঘুরে আসতেই পারেন মন্দারিকা ইকো রিসর্টে। আসলে বাঙালি তো বরাবরই ভ্রমণ প্রিয়। তারওপর সময়টা যদি হয় শীতকাল। তাহলে তো কথাই নেই। মন তো উ়ডুউড়ু করবেই। কিন্তু এই ইচ্ছেটায় বাধ সাধে অফিসের ছুটি। বসকে রাজি করিয়ে ছুটি পাওয়ায় সমস্যা।

কুচ পরোয়া নেহি। অফিসে বসের মন আর নিজের মন দুইই ভাল রাখাতে, সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যায় এমন একটি ঘুরতে যাওয়ার নতুন জায়গা মন্দারিকা ইকো রিসর্ট। মনের মানুষ, পরিবার বা বন্ধুদের সঙ্গে একদিনের জন্য ছুটি কাটানোর পারফেক্ট জায়গা। আর যদি একদিনে ছুটি হয়, তাহলেও মন্দারিকা আপনাকে নিরাশ করবে না। রিসর্ট ছেড়ে একটু এগলেই আপনি ঘুরে আসতে পারেন রাজ রাজেশ্বরী মন্দির, দ্বারকা মন্দির,রাধা গোবিন্দ মন্দির, বেঙ্গল তাঁত ঘরে। প্রাণ ভরে উপভোগ করতে পারেন এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য। একান্তে সময় কাটাতে পারেন মনের মানুষের সঙ্গে।

Tyre House in West Bengal

কীভাবে যাবেন:
ডানলপ – বালি ব্রিজ থেকে বাঁদিকে ডানকুনি মোড় হয়ে, আরামবাগ- চণ্ডীতলা-সিয়াখালা থেকে বাঁদিকে পড়বে গজার মোড়। সেখান থেকে এক কিলোমিটার ডান দিকে গেলে পড়বে দ্বারহাত্তা বাবু পাড়া। তারপরেই মন্দারিকা ইকো রিসর্ট।

রুমের ভাড়া: (২৪ ঘন্টা থাকলে ভাড়া কিছুটা বাড়তে পারে)
১. ডবল বেড এসি রুম (৫জন)- ২৫০০ টাকা
২. ত্রিপল বেড এসি রুম (৭জন)-৩০০০ টাকা
৩. ফোরবেড নন এসি (১২জন)-৩০০০টাকা

জলখাবার থেকে রাতের খাবার এক একজনের জন্য লাগবে ৮০০ টাকা। এর মধ্যে পেয়ে যাবেন মাছ, মাংস সব কিছু। নিরামিষ খাবারেরও সুব্যবস্থা আছে। সেক্ষেত্রে দাম কিছুটা কম হবে। তাহলে আর দেরি না করে একদিনেই স্বল্প খরচে ঘুরে আসুন মন্দারিকা ইকো রিসর্ট।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles