🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

এই ৬ ক্রিকেটার বিয়ে করেছেন তাদের আত্মীয়কে

By Kolkata24x7 Desk | Published: November 16, 2021, 2:11 am
cricketers-wife
Ad Slot Below Image (728x90)

অফবিট ডেস্ক: কিছুদিন আগে পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম তার দূরসম্পর্কের বোনের সাথে বাগদান সারার পর গোটা বিশ্বে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় বেশ কটাক্ষের মুখে পড়তে হয় তাকে।

আবার অনুরাগীদের এক অংশ তাদের সুখময় ভবিষ্যত এর কামনা করে শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন। তবে তিনিই প্রথম বেক্তি নয় যিনি পরিবারের মধ্যে বিয়ে সারতে চলেছেন। এই তালিকায় রয়েছে বীরেন্দ্র সেহবাগ থেকে মুস্তাফিজুর রহমানের নাম। জেনে নেওয়া যাক এমন কিছু ক্রিকেটারের গল্প যারা নিজেদের আত্মীয় বা দূরসম্পর্কের বোনকে বিয়ে করেছিলেন:

virender-sehwag-with-wife

১. বীরেন্দ্র সেহবাগ
প্রাক্তন ভারতীয় ওপেনার ২০০৪ সালে আরতি আহলাওয়াতের সাথে বিয়ে করেছেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে আরতি সেহওয়াগের আত্মীয়ের মেয়ে, এবং সম্পর্কে একপ্রকার বোন। সেহবাগ এবং আরতি তিন বছর ধরে একে অপরকে ডেট করার পরে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছে।

Shahid-Afridi-with-wife

২. শাহিদ আফ্রিদি
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি ২০০০ সালের ২২ অক্টোবর নাদিয়াকে বিয়ে করেন, যিনি সম্পর্কে তার মামার মেয়ে। বর্তমানে এই দম্পতি ৫ কন্যা সন্তানদের নিয়ে সুখে সংসার করছেন।

Saeed-Anwar-with-wife

৩. সাঈদ আনোয়ার
পাকিস্তানের প্রাক্তন ওপেনার সাঈদ আনোয়ার ১৯৯৬ সালে তার চাচাতো বোন লুবনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বাঁহাতি ব্যাটসম্যান ২০০৩ সালের বিশ্বকাপের পর আন্তর্জাতিক অবসর গ্রহণ করেন।

Mustafizur-Rahman-with-wife

৪. মুস্তাফিজুর রহমান
২০১৯ সালের বিশ্বকাপের পর বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান তার মামাতো ভাই সামিয়া পারভিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের ছাত্রী।

Mosaddek-Hossain-with-wife

৫. মোসাদ্দেক হোসেন
বাংলাদেশের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন ২০১২ সালে তার চাচাতো বোন শারমিন সামিরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর।

Babar-Azam-wife

<

p style=”text-align: justify;”>৬. বাবর আজম
পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম তার দূরসম্পর্কের বোনের সাথে বাগদান সারলেন ২০২১ এর জুলাই মাসে। সামনের বছর তাদের বিয়ে হওয়ার কথা আছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles