🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

ধুর মশাই চায়নায় হায়না থাকে না ! ওখানে বাঘ নাচে

By Political Desk | Published: December 30, 2021, 12:25 pm
Ad Slot Below Image (728x90)

News Desk: শীতে কাঁপছে চিন দেশ। তুষারে ঢেকে থাকা চিনের বিস্তির্ণ এলাকা। চিনের শীত কেমন? প্রবল ঠান্ডায় জনজীবন কুঁকড়ে আছে। তাবলে বাঘেরা গা গরম করবে না নাকি! সেরকমই একটি ছবি নিয়ে দুনিয়া জুড়ে হই হই।

চিনা সংবাদমাধ্যম ‘China Daily’ প্রকাশ করেছে পূর্ব চিনের রঙ্গচেঙ্গ বন্যপ্রাণ পার্কের ছবি। সেখানে তুষার ঢাকা সবকিছু। ওয়াইল্ড লাইফ পার্কের চসমা বাঁদর, পান্ডারা যেমন বরফ নিয়ে মত্ত। তেমনই ডোরাকাটা বাঘেরা মেতে রয়েছে।

দুটি চিনা বাঘ বরফের মধ্যে নাচছে। চিনা ওরফে ডোরাকাটা রয়েল বেঙ্গলের এমন নৃত্যশৈলীর ছবি দেখে দুনিয়া জুড়ে চলছে আলোচনা। বাঘ কি নাচে নাকি? বিশেষজ্ঞরা বলছেন,এটি দুটি বাঘের খেলা। কোনও নাচানাচির ব্যাপার নয়। বরফের মাঝে বাঘ দুটো খেলছে। এদের ভঙ্গীতে নাচের মতো দৃশ্য তৈরি হয়েছে।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, কিছু এলাকায় দেখা দিয়েছে খাদ্যভাব। তবে কড়া শাসনের ঘেরাটোপে সেসব এলাকার খবর ঠিক মতো আসছে না। সেই সঙ্গে ছড়িয়েছে করোনা। হু হু করে বাড়তে থাকা সংক্রমণের কারণে লক্ষ লক্ষ মানুষ গৃহবন্দি। লকডাউন চলছে বেশ কিছু শহরের।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles