🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

TEA : এক কাপের দাম সাড়ে ৭ লক্ষ! চা নাকি সোনার জল

By Sports Desk | Published: October 10, 2021, 12:33 pm
most valuable tea Da Hong Pao
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: এক কাপ চা ঠিক যেন তরল সোনার মতো রং। সেই চা খাওয়া রাজা বাদশাহদের ব্যাপার। দাম শুনলে মাথা ঘুরে যাবে। এক কাপ চায়ের দাম সাড়ে সাত লক্ষ টাকা। সোনার চেয়েও দামি। এমনই দামি চা যার এক গ্রামের দাম সোনার এক গ্রামের দামের থেকে ৩০ গুণ বেশি! বিশ্বের অন্যতম দামি এই চায়ের নাম দা হোং পাও।

গোটা দুনিয়ায় একমাত্র চিনে এই চায়ের ৬টি গাছ রয়েছে। বিরল এবং উৎকৃষ্ট গুণমানের জন্য দা হোং পাও কে চায়ের রাজা বলা হয়। খুব বিরল জাতের এই চা উৎপন্ন হয় চিনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতে। ৩০০ বছর ধরে এই চায়ের চাষ হচ্ছে চিনে।

২০০৬ সালে চিন সরকার প্রায় ১১৭ কোটি টাকার বিমা করিয়েছে এই ছয়টি চা গাছের। এক কেজি চায়ের দাম প্রায় ৮ কোটি টাকার বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, দা হোং পাও চায়ে আছে ক্যাফিন, থিওফিলিন, পলিফেনলস এবং ফ্ল্যাবোনয়েড। প্রতিটি উপাদান স্বাস্থ্যের জন্য খুব উপকারী। প্রতিদিন এই চা খেলে ত্বক ভালো থাকে। মাটির পাত্রে বিশুদ্ধ জলে এই চা বানাতে হয়। সুগন্ধের জন্যও এই চায়ের দাম আরও বেশি।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles