<

বাংলার প্রথম এএফসি প্রো লাইসেন্স কোচ হলেন শঙ্করলাল চক্রবর্তী

আচমকা চোট পাওয়ায় এক লহমায় শেষ হয়ে গিয়েছিল শঙ্করলাল চক্রবর্তীর (Shankarlal Chakraborty)। তবে এরপর নিজের অদম্য মানসিক জোরের উপর নির্ভর করে বাংলার প্রথম এএফসি প্রো লাইসেন্স কোচ হ

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন বাংলার প্রথম এএফসি প্রো লাইসেন্স কোচ হলেন শঙ্করলাল চক্রবর্তী

Shankarlal Chakraborty has been offered the post of East Bengal coach

আচমকা চোট পাওয়ায় এক লহমায় শেষ হয়ে গিয়েছিল শঙ্করলাল চক্রবর্তীর (Shankarlal Chakraborty)। তবে এরপর নিজের অদম্য মানসিক জোরের উপর নির্ভর করে বাংলার প্রথম এএফসি প্রো লাইসেন্স কোচ হলেন শঙ্করলাল চক্রবর্তী।কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং মহামেডানের কোচের ভূমিকা পালন করেছেন শঙ্কর ৷ এছাড়া এখন আইলিগের ক্লাব সুদেভা এফসির কোচের দায়িত্বে আছেন তিনি । সম্প্রতি বাংলাদেশ থেকে প্রো লাইসেন্স সম্পূর্ণ করলেন শঙ্করালাল।

দশ লাখের বেশি খরচ হয় প্রো লাইসেন্স করতে হলে, অবশ্য এটি করে নিলেই যে ক্লাব পাওয়ার বিষয় পুরোপুরি নিশ্চয়তা পাওয়া যাবে,এমনটা নয়,তবুও ঝুঁকি নিতে পিছপা হলেন না শঙ্করলাল।জীবনে বড়ো কিছু করতে হলে তো ঝুঁকি নিতেই হবে।

ভাঙার পর খোদ স্ত্রী তাকে অনুপ্রেরণা জোগায় কোচিং লাইসেন্স করার।২০০৭ থেকে ২০১৪ সাল অবধি ধাপে ধাপে সি, বি ,এ লাইসেন্স করেছিলেন তিনি। ২০২১ সালের মে মাসের থেকে শুরু হয় প্রো লাইসেন্স কোর্সের জার্নি, বাংলাদেশে।অবশেষূ ইদানিং তার সার্টিফিকেট পেলেন।

লাইসেন্স না থাকায় অনেক জায়গায় কোচিং করানোর সুযোগ পেয়েও কোচিং করাতে পারছিলেন না।এবার আইএসএলের কোনও ক্লাব অথবা বিদেশে কোচিং করানো ইচ্ছা আছে বলে জানিয়েছেন শঙ্করলাল।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন বাংলার প্রথম এএফসি প্রো লাইসেন্স কোচ হলেন শঙ্করলাল চক্রবর্তী