🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

বাংলাদেশে সিরিজ হারল আফগান যুবদল, দেশে ফিরলে তালিবানি শাস্তি?

By Sports Desk | Published: September 14, 2021, 6:46 pm
Afghanistan Cricket team
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: আফগান যুব দলে এখন চিন্তা দেশে ফিরলে কী হবে? পরাজয় মেনে নেবে বর্তমান তালিবান সরকার? পরপর তিন ম্যাচে বাংলাদেশের কাছে পরাজয়ের পর সিরিজ হাতছাড়া।

গত ১৫ অক্টোবর দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান জঙ্গিরা। মার্কিন সেনা এর পর আফগানভূমি ত্যাগ করেছে। কাবুলের তখতে বসেই তালিবান নেতৃত্ব জানায়, আফগান পুরুষ ক্রিকেট দল আসন্ন সবকটি টুর্নামেন্টে অংশ নেবে। সেই সূত্রে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আফগান অনুর্ধ্ব ১৯ জাতীয় দল আসে বাংলাদেশে সিরিজ খেলতে। আফগানিস্তানে দ্বিতীয় তালিবান সরকার হওয়ার পরে এটাই জঙ্গি সংগঠনটির হুকুমে দেশীয় ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক সফর।

কূটনৈতিক মহল মনে করছে, ক্রিকেট কূটনীতির মাধ্যমে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল দেখাতে মরিয়া তালিবান জঙ্গিরা। কারণ, তাদেরই প্রথম দফার ১৯৯৬-২০০১ সালের সরকার ক্রিকেট সহ সব খেলা নিষিদ্ধ করেছিল।

তালিবান সরকার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য দল পাঠানোর পর থেকে সিলেটের স্টেডিয়ামে নজর দুনিয়ার। এই স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক জয় পেল বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম তিন খেলায় জয়ী বাংলাদেশ।

সিরিজ হেরে দেশে ফিরলে কী হবে ? এই প্রশ্ন এখন আফগান যুব দলের সবার, এমনকি কূটনৈতিক মহলেও। চরম কোনও শাস্তি রয়েছে জাতীয় যুব দলের ক্রিকেটারদের জন্য ? উঠছে এই প্রশ্ন। কারণ, সরকারে এখন তালিবান জঙ্গিরা। তাদের নৃশংসতার নজির দেখছে দুনিয়া।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles