সবুজ মেরুন শিবিরে যোগ দিয়েই কোয়ারেন্টাইনে দীপক-সুমিত
Ad Slot Below Image (728x90)
Sports Desk: ATK মোহনবাগানের দুই ডিফেন্ডার দীপক টাংড়ি এবং সুমিত রাঠি এটিকে মোহনবাগান ক্লাবের সঙ্গে যোগ দিলেন। তবে দলের সঙ্গে যোগ দিলেও এখনই অনুশীলনে নামতে পারবেন না দুই ফুটবলার। কোভিড-১৯ প্রটোকল মেনে কোয়ারেন্টাইনে (নিভৃতবাসে) থাকতে হবে তাদের।
ভারতের অনূর্ধ্ব -২৩ AFC এশিয়ান কাপের যোগ্যতা অর্জন ম্যাচের জন্য এতদিন দুই ফুটবলার দীপক টাংড়ি এবং সুমিত রাঠিকে সবুজ মেরুন শিবির পায় নি। জাতীয় অনূর্ধ্ব -২৩ দলের বিদেশ সফরে সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতীয় স্কোয়াডে ছিলেন।
দীপক এবং সুমিতের দলে যোগ দিতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারেন্টাইন থাকার ছবি সোশাল মিডিয়াতে পোস্ট করেছে ATK মোহনবাগান। আইএসএলে সবুজ মেরুন শিবির নিজেদের অভিযান শুরু করছে ১৯ নভেম্বর ফতোদরা স্টেডিয়ামে, প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স।
[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

