মোহনবাগান (ATK Mohun Bagan) শনিবার কলকাতায় আরেকটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) হায়দরাবাদ এফসি তাদের প্রথম পরাজয়ের মুখোমুখি হলেও টেবলের শীর্ষে রয়েছে।
আগামী শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের অফলাইন টিকিট ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গিয়েছে।সবুজ মেরুন ভক্তরা প্রিয় দলের খেলা দেখার জন্য এই টিকিট পেতে পারে মোহনবাগান ক্লাব তাঁবু এবং ম্যাচ ভেন্যু যুবভারতী ক্রীড়াঙ্গনের ৪ নম্বর গেট থেকে।২২ থেকে ২৫ নভেম্বর এই ম্যাচের টিকিট পাওয়া যাবে বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।
Update: Offline tickets for our next game against Hyderabad FC are now available at the club ground and Salt Lake Stadium! #ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/vQKLcNJBMB
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) November 21, 2022
প্রসঙ্গত,ফতোরদায় এফসি গোয়াকে হারিয়ে লিগ টপার হওয়াই লক্ষ্য ছিল মেরিনার্সদের।কিন্তু সেগুড়ে বালি!জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গোয়ার কাছে তিন পয়েন্ট হাতছাড়া হওয়াতে ATKমোহনবাগান এখন লিগ টেবলে আটে নেমে এসেছে।এবার ফের নতুন করে শুরু করতে হবে কোচ হুয়ান ফেরান্দোর ছেলেদের।কাজটা কঠিন হলেও অসম্ভব নয়।
সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATK মোহনবাগান-হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ টিকিট নিয়ে আপডেট