🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

ISL: পিছিয়ে পড়ল ATK মোহনবাগান

By Sports Desk | Published: January 3, 2022, 11:43 am
ATK Mohun Bagan
Ad Slot Below Image (728x90)

চলতি আইএসএলে  (ISL) রবিবার কেরালা ব্লাস্টার্স বনাম এফসি গোয়া ম্যাচ ড্র হয়েছে, ২-২ গোলে। এই কেরালা দল লিগ টেবিলে ৮ ম্যাচে ১৩ পয়েন্টে পাঁচ নম্বর পজিশনে ছিল, এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে নামার সময়ে, গোল পার্থক্যে (৫)। ২-২ গোলের ড্র’র সুবাদে এখন কেরালা ব্লাসার্স ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ATK মোহনবাগানের(২) চেয়ে এগিয়ে (৫) তিন নম্বরে উঠে এসেছে, আর সবুজ মেরুন বিগ্রেড চারে নেমে এসেছে আইএসএল লিগ টেবিলে।

গোল পার্থক্যের জেরে এমন সাপ লুডোর খেলার মতো প্লে অফ জটে চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে ATK মোহনবাগান। টাইটেলশিপে প্লে অফের টিকিট জোগাড়ের জন্য প্রীতম কোটালাদের সামনে এখন কড়া চ্যালেঞ্জ হায়দরাবাদ এফসি ম্যাচ।

আগামী ৫ জানুয়ারি ফতোদরা স্টেডিয়ামে হুয়ান ফেরান্দোর স্কোয়াডের কাছে এই গেম হাইভোল্টেজ ম্যাচই শুধু নয়,’ডু অর ডাই’ টাইটেল সিচুয়েশন।

হায়দরাবাদ এফসি লিগ টেবিলে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দু’নম্বরে আইএসএলের লিগ টেবিলে, গোল পার্থক্য (১১)। মুম্বই সিটি এফসি এখনও নিজের শীর্ষ স্থান ধরে রাখলেও ওডিশা এফসি শক্ত গাট হয়ে উঠতেই পারে, সোমবারের ম্যাচে মুম্বই’র বিরুদ্ধে।

লিগ টেবিলে ৭ নম্বরে থাকা ওডিশা এফসি’র মোটিভেশন ফাস্ট বয়কে হারানো। এদিন খেলতে নামবে এই লক্ষ্যেই ওডিশার দল। অন্যদিকে, মুম্বই সিটি এফসি আইএসএলের লিগ টেবিলে নিজের পজিশন ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাবে তিন পয়েন্ট পাওয়ার টার্গেটে এবং গোল পার্থক্যে এখন মুম্বই লিগের অন্যান্য দলের থেকে ভাল পজিশনকে (৭) আরও ভাল করার লক্ষ্যমাত্রা থাকবে।

আইএসএলের লিগ টেবিলে চোখ রাখলে স্পষ্টতই দেখা যাচ্ছে প্রথম চার দল ATK মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স,হায়দরাবাদ এফসি এবং মুম্বই সিটি এফসি ৩ পয়েন্টের পাটিগণিতের অঙ্কে একে অপরের ঘাড়ে নিশ্বাস ফেলে চলেছে। এই চার দলের মধ্যে ATKMB এবং KBFC পয়েন্ট সমান, দুই দলের পয়েন্ট ১৪, কেরালা ব্লাস্টার্স এফসি ATKMB’র চেয়ে এক ম্যাচ বেশি খেলে (৯) ১৪ পয়েন্টে।

অন্যদিকে,হায়দরাবাদ এফসি ৮ ম্যাচে ১৫ পয়েন্ট এবং মুম্বই সিটি এফসি ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগে টেবিলে টপে। এই দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ১ হলেও, প্রত্যেক দলকে জয়ের টার্গেটে বিপক্ষের বিরুদ্ধে নামতে হবে। চলতি আইএসএল টাইটেলশিপ এখন ওপেন সকলের কাছে। কেউ এগিয়ে বা পিছিয়ে নেই অন্তত মনস্তাত্ত্বিক (নার্ভ) লড়াই’র প্রেক্ষিতে।

সব মিলিয়ে সোমবারের মুম্বই সিটি এফসি বনাম ওডিশা এফসি ম্যাচ জমজমাট হতে চলেছে। লিগ টেবিলের সমীকরণ এই ম্যাচ শেষে কি দাঁড়ায় সেই দিকে তাকিয়ে টাইটেল শিপে অংশ নেওয়া ১১ দল।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles