🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Virat Kohli issue: “বিরাট” পর্বে “অশ্লীল” ভাষায় মহারাজকে আক্রমণ

By Kolkata24x7 Desk | Published: December 16, 2021, 12:26 am
Sourav Ganguly in obscene language on Virat Kohli issue
Ad Slot Below Image (728x90)

Sports desk: রোহিত শর্মার সঙ্গে বিবাদের খবর উড়িয়ে দিয়ে বিরাট কোহলি (Virat Kohli) সাফাই গাইতে গিয়ে বলেন,”আমি সবসময় দলের সাথে এগিয়ে এসেছি এবং সবসময় তা করব। আমার কোনো কাজই দলকে নিচে নামানোর জন্য হবে না”।

বিরাট কোহলির এই বয়ান সামনে আসতেই নতুন করে বিতর্ক বেঁধেছে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের(বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণের নিশানা করে ছাপার অযোগ্য অশ্লীল ভাষায়।

Shyam Bhalerao Patil’র টুইট চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। টুইট পোস্টটি হল এরকম,”#viratkholi your always my captain champ ……and some words for jay Shah’s servent Fuck you #dada”, এই টুইট পোস্ট ঘিরে যত বিতর্ক এখন তুঙ্গে।

ইংল্যান্ডের মাটিতে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের মাহেন্দ্রক্ষণে টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেনসৌরভ গঙ্গোপাধ্যায়, ওই সূত্র ধরে Shyam Bhalerao Patil’র টুইটের রিপ্লাইং’এ Pankaj Chaudhary গুজরাতি ভাষাতে ঝাঁঝালো প্রতিবাদী পোস্ট, “শ্যাম পাতিল …. পাকিস্তান কাদানা হারাওয়ালা সালয়ানি , একি আইসিসি ইভেন্ট নাহি জিঙ্কালা , আউস আনি ইং মাধে টেস্ট সিরিজ জিঙ্কালি তে টেলে এন্ডারের মুলে …তুজা বিরাট লাহান মুলা সারাখা ওয়াগাতো ,ফালাতু উদযাপন করাতো…কাসলা ক্যাপ্টেন হোন .DADA লা কাহি মানায়ছ নাহি হা”। প্রতিবাদের ঝাঁঝালো গন্ধে Shyam Bhalerao Patil’র রিপ্লাইং পোস্ট, “একতাচ ভাঘা সরখা লধলা তি ম্যাচ বিরাট….আনি তু মালা এনকো সাঙ্গু,তু তুজ তুজ কাম(Fuck you) কর ভাব”।
Shyam Bhalerao Patil’র টুইটের প্রতিক্রিয়াতে Suraj Mishra🇮🇳 রিপ্লাইং পোস্টে নিশান, “আমি #দাদার সাথে আছি।
তিনি দল গড়েছেন।
ধোনি এটাকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন।
বিরাট কোহলি সব চেষ্টাই নষ্ট করে দিলেন”।
Carlsberg Champp’র রিপ্লাইং পোস্ট Shyam Bhalerao Patil’র টুইটের প্রতিক্রিয়াতে,
“ওয় বেহেঞ্চোদ সুন-

ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় কৌতুক হল বিরাট কোহলির সাথে সৌরভ গাঙ্গুলিকে তুলনা করা।
মনে রাখবেন, কোহলি যে মঞ্চে তার পারফরম্যান্স দেখিয়েছেন তা গাঙ্গুলি তার ঘাম এবং রক্ত ​​দিয়ে তৈরি করেছিলেন।
#দাদা হবে #দাদাকিংবদন্তির সঙ্গে তার তুলনা নেই”! এই প্রতিবাদী রিপ্লাইং’র জবাব এরকম Shyam Bhalerao Patil’র,”ইয়ে লাভদে বাপ কো মাত শিখা(এসব নিজের বাপকে শেখাস না)”।

Shyam Bhalerao Patil’র টুইটের জবাবে ABHISHEK SINGH’র অশিক্ষিত বলে রিপ্লাইং পোস্ট,”নৌকর(ভৃত্য) কা বানান তো সহি কর লো ভাই”।Shyam Bhalerao Patil’র রিপ্লাইং পোস্ট অশিক্ষিত কটাক্ষ দেখে,”তুজে সমঝ মে আই না”।ABHISHEK SINGH’র পাল্টা রিপ্লাইং পোস্ট Shyam Bhalerao Patil’কে উদ্দ্যেশ্য করে, দোস্ত সমোজ মে তো বহুত চিজ আতি কিন্তু ইসকা মতলব ইয়ে নাহি কি গলত “spell karo” বানান করো।এবার Shyam Bhalerao Patil’র রিপ্লাইং পোস্ট ABHISHEK SINGH’র টার্গেট করে,”সামজ মে আতা হ্যায় না তো আপনা কাম করনা ফির…দুসরন কে বিচ মেন কিয়ুন ঘুস রাহা হ্যায়…”রিপ্লাইং’এ ABHISHEK SINGH’র পোস্ট, ” দোস্ত টুইটার এক পাবলিক প্ল্যাটফর্ম হ্যায়, তুমনে ইসে ডালা ইসিলিয়ে হো তাকি লগ ঘুসে; আইসা না হোতা তুম আপনি ডাইরি মে লিখ কে কে চোদ দেতে।”

Shyam Bhalerao Patil’র টুইটের রিপ্লাইং’এ Sudi M’র পোস্ট, “ভাই.. কিসি কো গালি দে নে উসকা কুছ না জাতা.. বস তেরা আওকাত, তেরি ফ্যামিলি কা ইতিহাস, তেরা পরওয়ারিশ অর তেরা আন্দর কি সাদা হুয়া ইনসান দিখতা হ্যায়.. কভি #দাদা জেইসা বন কে দেখা দে!! তো মান জাউ.. আমি দাদার সাথে দাড়িয়ে আছি#dada।”

সব মিলিয়ে দেখতে গেলে Shyam Bhalerao Patil’র টুইটের প্রতিক্রিয়াতে রিপ্লাইং পোস্টে শুধুই #dada সমর্থনে প্রতিবাদ আছড়ে পড়েছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles