🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফিতে বাংলার বিদায় লগ্নে বল হাতে জবাব প্রদীপ্তের

By Kolkata24x7 Desk | Published: December 14, 2021, 6:57 pm
Bangla bid farewell to Vijay Hazare Trophy
Ad Slot Below Image (728x90)

Sports desk: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) পরিচালিত ওডিআই ফর্ম্যাটে কর্ণাটককে ৪ উইকেট হারালো বাংলা। কিন্তু এই ম্যাচ জিতলেও বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) থেকে ছিটকে গেল বাংলা।

চলতি টুর্নামেন্টে বরোদার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে পন্ডিচেরীর কাছে হেরে যায় বাংলা, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে VJD পদ্ধতি অনুসারে। আর এই ম্যাচের ফলাফল টুর্নামেন্টে বাংলার বিজয় হাজারে ট্রফির অভিযানে জল ঢেলে দেয়।

কেননা, VJD পদ্ধতির গ্যাঁড়াকলে জড়িয়ে বাংলা পন্ডিচেরীর বিরুদ্ধে হেরে গিয়েছিল দ্বিতীয় ম্যাচে বিজয় হাজারে ট্রফিতে,ওই একই টুর্নামেন্টের বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ম্যাচে মুম্বই’কে ৬৭ রানে হারিয়ে দেয় বাংলা, VJDপদ্ধতি অনুসারে,একেবারে উলটপুরাণ!

বাংলার কাছে এই ম্যাচ ছিল ‘ডু অর ডাই ম্যাচ’। বিজয় হাজারে ট্রফির এলিট গ্রুপ ‘B’, যাকে ‘গ্রুপ অফ ডেথ’ বলা হচ্ছে।

মঙ্গলবার বিজয় হাজারে ট্রফির অন্য খেলায় তামিলনাড়ু বরোদার কাছে জিতে যেত তাহলে হেডকোচ অরুণলালের বাংলা দ্বিতীয় স্থানে থেকে কোয়ালিফাই করে যেত, কারণ কর্ণাটকের সাথে হেড টু হেডে বাংলা এগিয়ে ছিল। তা না হওয়াতে এলিট গ্রুপ ‘B’তে গ্রুপ চ্যাম্পিয়ন কর্ণাটক, গ্রুপ রানার্স আপ তামিলনাড়ু আর বাংলা তৃতীয় স্থানে চলে আসায় টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

মঙ্গলবার ম্যাচে কর্ণাটক টসে জিতে ব্যাটিং’র সিদ্ধান্ত নেয়।৫০ ওভারে ৮ উইকেটে ২৫২ রান তোলে কর্ণাটক। বাংলার হয়ে প্রদীপ্ত প্রামাণিক ৪৮ রানে ৪ উইকেট নেন।ঋতিক বিজয় চ্যাটার্জী ২, এবং আকাশদীপ ও সাহবাজ ১ টি করে উইকেট নিয়েছে।

কর্ণাটকের হয়ে অধিনায়ক মনীশ পান্ডে ৮৫ বলে ৯০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন।আর প্রভীন দুবে ২৯ বলে ৩৭ রানের ইনিংস খেলে নট আউট থাকে।করুন নায়ার ২৫,ওপেনার রোহন কদম ৩৭ রান করে।
জবাবে বাংলা ব্যাট করতে নেমে ওপেনার অভিষেক দাস ৫৮,অধিনায়ক সুদীপ চ্যাটার্জী ৬৩,ঋতিক রায় চৌধুরী ৪৯ দুর্ভাগ্যবশত রান আউট,শুভঙ্কর বল ২২ রান করে।

অনুষ্টুপ মজুমদার ৮ এবং সেট ব্যাটসম্যান অভিষেক দাস অর্ধশতরান করে ৫৮ রানে ব্যাট করছে, এমন মুহুর্তে প্রতীক জৈনের জোড়া ধাক্কায় ব্যাকফ্রুটে চলে গিয়েছিল বাংলা,১২.৪ এবং ১২.৬ ওভারে।

ঋতিক রায় চৌধুরী ক্রিজে নেমে বাংলার হাল ধরে, ৬২ বলে ৪৮ রানের বুদ্ধিদীপ্ত ব্যাটিং করে বাংলাকে টেনে তোলেন। অন্যদিকে সাহবাজ কর্ণাটকের বিরুদ্ধে ব্যাট হাতে ধৈহ্যের পরিচয় দিয়ে ৫৩ বলে ২৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকে, সঙ্গে নিয়ে ঋতিক বিজয় চ্যাটার্জী ১৭ বলে ১০ রানে নট আউটে।

চলতি টুর্নামেন্টে এলিট গ্রুপ ‘B’তে বাংলা, বরোদা, তামিলনাড়ু, কর্ণাটক, মুম্বই প্রতিটি দল নিজেদের ৫ টি করে ম্যাচ খেলে নিয়েছে।তামিলনাড়ু,কর্ণাটক, বাংলা, পন্ডিচেরী তিনটে ম্যাচ জিতেছে এবং দুটি ম্যাচ হেরেছে নিজেদের। অন্যদিকে, বরোদা ৫ ম্যাচে ২ টি জিতেছে ৩টি হেরেছে এবং মুম্বই ৫ ম্যাচে ১ জিতেছে ৪ টি ম্যাচ হেরেছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles