🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Rohit Sharma injury : রোহিতের “ইনজুরি” ইস্যুর আগুনে ঘি ঢালছে বিসিসিআই

By Kolkata24x7 Desk | Published: December 14, 2021, 5:25 pm
Rohit Sharma's injury
Ad Slot Below Image (728x90)

Sports desk: ২০২০ সালে রোহিত শর্মা (Rohit Sharma) চোট (ইনজুরি) পেয়েছিলেন। ওই ইনজুরি আবার নতুন করে কি মাথাচাড়া দিয়েছে? এবার আসন্ন দক্ষিন আফ্রিকা সিরিজের আগে এই প্রশ্নে নাজেহাল রোহিত ভক্তকুল।

রোহিত শর্মা’র ইনজুরি এমন সময়ে সামনে এসেছে যখন ভারতীয় টেস্ট দল মাত্র দুই দিন পরে ১৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্ট ও তিন ওডিআই ফর্ম্যাটের সিরিজ খেলার জন্য উড়ান ধরবে। রোহিত শর্মার এই রহস্যজনক ইনজুরির জেরে আসন্ন সফর থেকে বাদ পড়ার দু’দিন আগে অনেক প্রশ্ন উঠছে।

গত সোমবার সন্ধ্যেতে নেট সেশনে থ্রো-ডাউন অনুশীলনের সময় রোহিত হাতে আঘাত পেয়েছে বলে জানা যায়, কিন্তু পরে বিসিসিআই একটি অফিসিয়াল প্রেস বিবৃতি প্রকাশ করতেই কানাঘুষো শুরু হয়ে যায় ক্রিকেটার রোহিত শর্মা কী ধরনের চোট পেয়েছে?

রবিবার নিজেই BCCI TV-কে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে অনেক বিষয়ে বিস্তারিত কথা বলেছেন রোহিত। ওই সাক্ষাৎকারে বিরাটের সঙ্গে তার সম্পর্ক নিয়ে চলতি আলোচনার অবসান ঘটিয়ে হিটম্যান রোহিত অত্যন্ত ইতিবাচক ভঙ্গিতে বলেছেন, “কোহলির অধিনায়কত্বে খেলার প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করেছেন”। এছাড়াও, কোহলি আসন্ন চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলেছেন।

তবে দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়ার মাত্র ২ দিন আগে বিসিসিআই’র আনুষ্ঠানিক প্রেস বিবৃতি অনুসারে “হ্যামস্ট্রিং ইনজুরি”র তত্ত্ব অনেক প্রশ্নের উত্থাপন করেছে। সব মিলিয়ে কী ধরনের চোট পেয়েছেন রোহিত?
রোহিতের হ্যামস্ট্রিং ইনজুরির কোন গ্রেড আছে?ইনজুরিটি কি আসলে হ্যামস্ট্রিংয়ে নাকি আঙুলে আঘাত? আর এই প্রশ্নবাণে জর্জরিত পরিস্থিতিতে বিসিসিআই’র দেওয়া প্রেস
বিবৃতিতে সচিব হিসেবে স্বাক্ষরিত জয় শাহ’র রোহিত শর্মার ইনজুরি বিতর্কের জন্ম দিয়েছে, যা সহজে থামার নয়।

রোহিত ভক্ত দেশের ক্রিকেট মহল এবং আন্তজার্তিক ক্রিকেট মহলেও রোহিত শর্মার ইনজুরি বিতর্ক এখন কোটি টাকার প্রশ্নে ঝুলে রয়েছে। ইতিমধ্যেই প্রশ্ন উঠছে,কত দিন মাঠের বাইরে থাকবেন রোহিত? গ্রেড 1 হ্যামস্ট্রিং ইনজুরি মুক্ত হতে সাধারণত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে, আর গ্রেড 2 হ্যামস্ট্রিং ইনজুরি মুক্ত হতে আট সপ্তাহ সময় নেয়।

এমন পরিস্থিতিতে এখন প্রশ্ন হচ্ছে রোহিতের হ্যামস্ট্রিং থাকলেও এবং ফিট হয়ে গেলেও কি ওডিআই সিরিজে খেলতে পারবেন তিনি?

রোহিতের সহ-অধিনায়কত্বের ইস্যুতেও প্রশ্ন উঠেছে? প্রোটিয়ার্সদের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে রোহিত শর্মার ছিটকে যাওয়ার পর নির্বাচকরা রোহিতের জায়গায় আরেক ওপেনার প্রিয়াঙ্ক পাঞ্চালের নাম ঘোষণা করলেও টেস্টে এখন সহ-অধিনায়ক কে হবেন তা বলা হয়নি।

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরে, বিসিসিআই রোহিত শর্মাকে অস্ট্রেলিয়া সফরের জন্য দলে নির্বাচন করেনি, রোহিত ফিট নন এই ইস্যুতে। কিন্তু দল ঘোষণার এক ঘন্টা পরে রোহিত শর্মা ব্যাটিং নেট সেশন চলাকালীন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অনুশীলনে ছন্দময় সাহসী শট ব্যাট থেকে বেরিয়ে আসতে থাকে,যা ঝড় তুলেছিল।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles