🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Vijay Hazare trophy: VJD পদ্ধতির গ্যাঁড়াকলে বাংলার হার

By Kolkata24x7 Desk | Published: December 9, 2021, 11:36 pm
Bengal, lose ,VJD, method,Vijay Hazare trophy
Ad Slot Below Image (728x90)

Sports desk: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) পরিচালিত বিজয় হাজারে ওয়ানডে ফর্ম্যাট টুর্নামেন্টে (Vijay Hazare trophy) বাংলা বরোদার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে পন্ডিচেরীর কাছে হেরে গেল। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩০ ওভার বল গড়ায়। পন্ডিচেরী ২ উইকেটে ১৩২ রান করে,৮ উইকেটে জিতে যায় VJD পদ্ধতি অনুসারে।

VJD (ভিজেডি) পদ্ধতি হল বৃষ্টি চলাকালীন সীমিত ওভারের ক্রিকেট ম্যাচে টার্গেট স্কোর গণনা করার একটি পদ্ধতি, যা কেরালার একজন সিভিল ইঞ্জিনিয়ার ভি জয়দেবন তৈরি করেছেন। বলা যেতে পারে,VJD পদ্ধতি হল বৃষ্টি চলাকালীন সীমিত ওভারের ক্রিকেট ম্যাচে টার্গেট স্কোর গণনা করার একটি পদ্ধতি যা DLS অর্থাৎ Duckworth, Lewis and Sterne (ডিএলএস) পদ্ধতির বিকল্প।

প্রসঙ্গত, অতীতেও বিসিসিআই VJD পদ্ধতি অনুসরণ করে এবং ২০১৯ সালে কর্ণাটক বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুকে ৬০ রানে হারিয়েছিল VJD পদ্ধতিতে।

VJD পদ্ধতি তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (TNPL) ব্যবহার করা হয়েছিল এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) চতুর্থ এবং পঞ্চম মরসুমে ব্যবহারের জন্য বিবেচিত হয়েছিল। শুধু তাই’ই নয় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC), DLS পদ্ধতির বিকল্প হিসেবেও বিবেচিত করেছিল VJD পদ্ধতিকে।

বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম্যাচে বৃ্হস্পতিবার বাংলা টসে জিতে ব্যাটিং নেয়। ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৪ রান তোলে। কিন্তু বৃষ্টি চলাকালীন সীমিত ওভারের ক্রিকেট ম্যাচে টার্গেট স্কোর গণনা করার VJD পদ্ধতিতে বাংলা হেরে যায় পন্ডিচেরীর কাছে। বাংলার তৃতীয় ম্যাচ ১১ ডিসেম্বর তামিলনাড়ুর বিরুদ্ধে, ত্রিবান্দ্রমের গ্রীনফ্লিড স্টেডিয়ামে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles