🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

সাকিরার তালে মেতে উঠেছে সেঞ্চুরিয়ন টেস্ট ম্যাচ

By Suparna Parui | Published: December 26, 2021, 6:00 pm
Ad Slot Below Image (728x90)

Sports desk: ইতিহাসের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া।তাই আইপিএলের ফ্রাঞ্চাইজি টিম রাজস্থান রয়্যালস বাইশ গজের লড়াই’তে “বিরাট ভারতের” মনোবল প্রোটিয়ার্সদের বিরুদ্ধে ধরে রাখতে টুইট পোস্ট করেছে ২০১০ ফিফা বিশ্বকাপ থিম সঙ্গীতের এক কলি একটু অন্য পটভূমিতে, দক্ষিণ আফ্রিকায় ভারতের ক্রিকেট সফর নিয়ে “This time for India”, ওই টুইট পোস্টে  

“ধন্যবাদ”, জানিয়ে পোস্ট হয়েছে “@সাকিরা 👍”।

 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপারস্পোর্টস পার্ক, সেঞ্চুরিয়নে ভারত প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং’র সিদ্ধান্ত নিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

 

ইতিহাসের পাতায়, রবিবার ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রথম টেস্ট ম্যাচ ‘বক্সিং ডে’ টেস্ট নামে জনপ্রিয়, যা ভারত বনাম দক্ষিণ আফ্রিকা’র মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। ক্রিজে প্রথম ইনিংসের প্রথম সেশনে কেএল রাহুল ২৯ এবং মায়াঙ্ক অগ্রবাল ৪৫ রানের পার্টনারশিপে ভারত ৮২ রান স্কোরবোর্ডে তুলেছে, রাবাডা,লুঙ্গি এনগিদি,কেসব মহারাজদের বিরুদ্ধে। 

 

প্রোটিয়ার্সদের বিরুদ্ধে ভারতের বোলিং লাইন আপে মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহের সঙ্গে তৃতীয় বোলার হিসেবে মহম্মদ সিরাজ স্কোয়াডে এসেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে টিম ইন্ডিয়ার স্কোয়াডে শ্রেয়স আইয়ার এবং হনুমা বিহারিকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া টুইট পোস্ট করেছে,”না আইয়ার। বিহারী নেই। ৫ ব্যাটার নিয়ে মাঠে নামছে ভারত। সাহসী সাহসী ডাক। 🤞 #SAvIND

 

ইতিহাসের পাতা উল্টোলে, দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে টেস্ট সিরিজে অতীতে প্রোটিয়ার্সদের চোখে মুখে ধুলো মাখিয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা এই তিন টেস্ট ফর্ম্যাট খেলা টিম সিরিজ জয় করতে পেরেছে। ভারত এখনও দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ ছিনিয়ে আনতে পারেনি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত রাহুল মায়াঙ্কের জুটিতে প্রোটিয়ার্সদের ডমিনেট করছে। ইতিহাসের মাহেন্দ্রক্ষণে টিম ইন্ডিয়ার কাছে সিরিজ জয়ের এটাই সেরা সুযোগ। বিশ্বের ক্রিকেট মহলেও ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টেস্ট ম্যাচ সিরিজ নিয়ে কৌতূহল চরমে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles