🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

স্ট্রেহ্ন এন্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই “ফুটবলি” ট্রেনিং সেশনের কারণ ব্যাখা করলেন

By Kolkata24x7 Desk | Published: December 18, 2021, 4:55 pm
Coach Soham Desa
Ad Slot Below Image (728x90)

Sports desk: জোবা’র্গে হাল্কা ফিটনেস ট্রেনিং সেশনে “ফুটবলি” অনুশীলনে ঘাম ঝড়িয়ে শনিবার টিম ইন্ডিয়া সুপারস্পোর্ট পার্কে অনুশীলনে নেমে পড়লো। বিসিসিআই অফিসিয়াল টুইটে এই খবর পোস্ট করে জানিয়েছে।

ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের স্ট্রেহ্ন এন্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই বোর্ডের টুইট করা সংক্ষিপ্ত ভিডিও’তে “ফুটবলি” ট্রেনিং সেশনের কারণ ব্যাখা করতে গিয়ে বলেন,”গোটা দল প্রথমে কঠিন কোয়ারিন্টিনের মধ্যে ছিলাম মুম্বই’তে।১০ ঘন্টার বিমান যাত্রার ধকল পুইয়ে টিম এখন জোহানসবার্গে”।

সোহম দেশাই’র কথায়,”জোহানসবার্গে এসেও গোটা দলকে কঠিন কোয়ারিন্টিন প্রোটকল মেনে চলতে হয়েছে।তাই লম্বা টানা বিমান যাত্রার ধকলের বিষয়টাকে মাথায় রেখে বড় কোনও ঝুঁকি এড়ানোর জন্য হাল্কা দৌড় অভ্যাসের ট্রেনিং সেশন রাখা হয়েছে,খেলোয়াড়দের স্ট্রেহ্ন এন্ড কন্ডিশনকে লক্ষ্য করে”।

ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের স্ট্রেহ্ন এন্ড কন্ডিশনিং কোচ আরও জানিয়েছেন,১৪ হাজার মিটার সমুদ্রতলের ওপর দিয়ে বিমান যাত্রার ধকল সামলে, জোহানসবার্গে সম্পূর্ণ ভিন্ন আবহাওয়াগত পরিবেশে এসে খেলোয়াড়দের মস্তিস্কের ওপর চাপ রয়েছে ঘর থেকে বের হওয়ার সময়(মুম্বই), এই কারণে “ফুটবলি” ট্রেনিং সেশনকেই বেছে নেওয়া হয়েছে অনেক অপশনের মধ্যে যাতে খেলোয়াড়দের মধ্যে কোনও একটা ফুরফুরে মেজাজ তৈরি হয় এবং ম্যাচে নিজেদের ফোকাস ধরে রাখতে পারে, তাই এই অভিনব ট্রেনিং সেশন।

বিসিসিআই’র করা সংক্ষিপ্ত ওই ভিডিও’তে টুইট পোস্টে পরিষ্কার যে, টিম ইন্ডিয়ার খেলোয়াড়েরা গোটা ফুটবলি সেশনকে চুটিয়ে উপভোগ করার পাশাপাশি সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ২৬, ডিসেম্বর খেলতে নামার আগে কোনও ফাঁকফোকর রাখতে নারাজ।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles