🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

SC East Bengal: লাল-হলুদ সমর্থকদের আকুতি! এসসি ইস্টবেঙ্গল “কবে তিন পয়েন্ট পাবে”?

By Kolkata24x7 Desk | Published: December 13, 2021, 5:38 pm
SC East Bengal
Ad Slot Below Image (728x90)

Sports desk: চলতি আইএসএলে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) নিজেদের ৬ নম্বর ম্যাচ খেলে নিয়েছে,কিন্তু তিন পয়েন্টের ভাড়ার শূণ্যে ভরা। আইএসএল লিগ টেবিলে চোখ রাখলে এসসি ইস্টবেঙ্গল এখন “লাস্ট বয়”।

৬ ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি হোসে মানুয়েল দিয়াজের এসসি ইস্টবেঙ্গল। এই ছয় ম্যাচে তিন ম্যাচে ড্র,তিন ম্যাচে হারের মুখ দেখে হতাশ লাল হলুদ সমর্থকরা। সমর্থকদের মধ্যে এখন আকুতি একটাই! “প্রিয় দল কবে তিন পয়েন্ট পাবে”?

টানা তিন ডার্বি ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে এসসি ইস্টবেঙ্গল, চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের বিরুদ্ধে। রুক্ষণ আর মাঝমাঠের মিসিং লিঙ্ক গোটা দলকে ভোগাচ্ছে পয়েন্ট দখলের লড়াইতে। এগিয়ে থেকেও গোল হজম করা, জেতা ম্যাচ বিপক্ষের সঙ্গে ড্র কিংবা হার এটাই এখন লাল হলুদ সমর্থকদের ললাটে লিখন।

লাগাতার ছয় ম্যাচে টিম কম্বিনেশনে ফের বদল। সঙ্গে হেডকোচ দিয়াজের কেরালা ব্লাসার্স ম্যাচের আগে বিস্ফোরক বয়ান,”শুধু ফিটনেস নয়। ফিজিক্যাল, টেকনিক্যাল,ট্যাকটিক্যাল- সবকিছু নিয়েই ভাবতে হবে। কোনও দিক দিয়েই আমরা ভাল জায়গায় নেই”। প্রতি ম্যাচে বিপক্ষের শক্তি, তাদের পারফরম্যান্সের নিরিখে টিম কম্বিনেশনে বদল ঘটলেও, বিপক্ষ দল যখন বল পায়ে আক্রমণে তখন চারের বিরুদ্ধে এক পজিশনেও লাল হলুদ শিবিরের ডিফেন্স জুড়ে গেল গেল রব।

নিস্পৃহ ড্যানিয়েল চিমা, চিমা ওকোরি নামের সামান্য ছোঁয়াও অমিল।ভরসা পেরোসেভিচ।হাওকিপ থাকলেও পেরোসেভিচের সঙ্গে তালমেলে খুঁত।

ছয় ম্যাচ হয়ে গেল আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড সিদ্ধান্ত সিরোকদার ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে প্রথম একাদশে সুযোগের অপেক্ষায়।

কেরালা ব্লাসার্সের বিরুদ্ধে ড্র করে হোসে মানুয়েল দিয়াজের প্রথম প্রতিক্রিয়া, “আমাদের পারফরম্যান্স আমাদের জেতাতে যথেষ্ট ভাল নয়”। আবার গত ম্যাচে অধিনায়ক টমিস্লাভ মির্সেলা ম্যাচ শেষে সেটপিস মুভে দলের আরও বেশি উন্নতি করার ওপরে বয়ান দিয়েছেন।

ইতিমধ্যে আবার ইস্টবেঙ্গল ক্লাব কর্মসমিতি আইএসএলের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান শ্রী সিমেন্টকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ক্লাবের সাধারণ সচিব কল্যাণ মজুমদার ওই চিঠিতে স্বাক্ষর রয়েছে।

লাল হলুদ সমর্থকদের আকুতি চিঠি চালাচালি করতে করতে আইএসএলের ১১ তম রাউন্ড শেষের পথে,হাতে আর চার ম্যাচ পড়ে রয়েছে,১৭ ডিসেম্বর নর্থইস্ট ইউনাইটেড, ২৩ ডিসেম্বর হায়দরাবাদ এফসি,৪ জানুয়ারি বেঙ্গালুরু এফসি এবং ৭ জানুয়ারি মুম্বই সিটি এফসি।

যদিও বাংলার সন্তোষ ট্রফি টুর্নামেন্টে কোচ রঞ্জন ভট্টাচার্য এখনও আশাবাদী জয়ের রাস্তায় ফিরতে পারে ইস্টবেঙ্গল, যদি ডিফেন্স আর মাঝমাঠের মিসিং লিঙ্ক জুড়ে দিতে পারে।

যদিও নাছোড়বান্দা আবেগের আকুতি কোনও পরিসংখ্যান কিংবা স্ট্যাটিস্টিককে ঘেঁষতে না দিয়ে প্রিয় দল “কবে তিন পয়েন্ট পাবে”?

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles