🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Chattishgarh: বেল্ট খুলে আদিবাসী ছাত্রদের বেধড়ক মার! দুই কোচের বিরুদ্ধে থানায় অভিযোগ

By Suparna Parui | Published: January 6, 2022, 4:50 pm
Ad Slot Below Image (728x90)

আদিবাসী ছাত্রদের বেধড়ক মার। কোমরের বেল্ট তাদের ওপর অকথ্য অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ ছত্তিশগড়ে (Chattishgarh)। সংবাদমাধ্যমের সামনে একটিও শব্দ খরচ করেননি দুই প্রশিক্ষক।

দুই কোচের বিরুদ্ধে সরব হয়েছেন বিজাপুরের এক স্পোর্টস অ্যাকাডেমির পাঁচ ছাত্র। তাদের অভিযোগ, মারধোর করার পাশে নির্যাতন করেছেন দুই কোচ। ১৭ বছর বয়সী এক অভিযোগকারীর বক্তব্য, ‘জানুয়ারির ৪ তারিখের ঘটনা। দু’জন স্যার আমাদের ওপর অত্যাচার চালিয়েছিলেন। প্র‍্যাক্টিসের পর ওনারা আমাদের দাঁড়াতে বলেছিলেন। সেই মতো আমরা অপেক্ষা করছিলাম। তারপর ওনারা আমাদের উদ্দেশ্য করে বাজে মন্তব্য এবং নির্যাতন শুরু করেছিলেন।’

‘একবার লকডাউন হয়ে গেলে আমাদের অনুশীলন বন্ধ, এমনটাও বলেছেন। এমনিতেও আমাদের খুব বেশি অনুশীলন করার সুযোগ দেওয়া হতো। তাই আমাদের মধ্যে কেউ কেউ সরব হয়েছিলাম। এরপরেই বেল্ট খুলে আমাদের মারা হয়।’

জানা গিয়েছে, এই দুই কোচের বিরুদ্ধে আগেও থানায় দায়ের হয়েছিল অভিযোগ। বস্তার কমিশনার এবং বিজাপুরে অভিযোগ দায়ের হয়েছিল আগে। পাঁচ আদিবাসী ছাত্রের এই ঘটনা নতুন সংযোজন। অভিযুক্ত দুই কোচ আগেও একাধিকবার ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে খবর। মেয়েদেরও রেয়াত করা হয় না বলে দাবি করেছেন ১৭ বছর বয়সী ওই ছাত্র।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles