🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

আন্তজার্তিক ক্রিকেটকে “অলবিদা” জানালেন হরভজন সিং

By Sudipta Biswas | Published: December 24, 2021, 3:43 pm
Harbhajan Singh says goodbye to international cricket
Ad Slot Below Image (728x90)

Sports Desk: ভারতের জাতীয় ক্রিকেট দলের ৪১ বছর বয়সী অভিজ্ঞ অফ-স্পিনার হরভজন সিং শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। কিংবদন্তি এই স্পিনারের ক্রিকেট কেরিয়ার ছিল খুবই চোখ ঝলসানো। দেশের হয়ে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই অংশ নিয়েছেন সকলের প্রিয় ‘ভাজ্জি’। আন্তজার্তিক ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের জোরে হরভজন সিং নিজের নামের প্রতি আস্থা রেখে রেকর্ডের মাইলস্টোন গাঁথেন।

সাম্প্রতিক সময়ে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাকে দেখা যেতে পারে ভারতের হাই প্রোফাইল টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একটি দলের সহকারী হিসেবে। তবে বর্তমানে হরভজন সিংর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা অব্যাহত।

হরভজন সিং দেশের হয়ে ১০৩ টি আন্তজার্তিক টেস্ট ম্যাচ খেলেছেন। ১৯০ ইনিংসে ৩২.৫ গড়ে ৪১৭ উইকেট নিয়েছেন। এই সময়ে, তিনি ১৬ বার এবং ২৫ বার ক্রিকেট মাঠে চার এবং পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও অর্জন করেন। টেস্ট ক্রিকেটে ভাজ্জির সেরা বোলিং পারফরম্যান্স হল ৮৪ রানে ৮ উইকেট।

টেস্ট ক্রিকেট ছাড়াও, হরভজন সিং দেশের হয়ে ২৩৬ টি ওয়ানডে খেলে ২২৭ ইনিংসে ৩৩.৪ গড়ে ২৬৯ টি উইকেট নিয়েছেন। টেস্ট এবং ওডিআই ক্রিকেট ছাড়াও, তিনি ভারতীয় দলের হয়ে ২৮ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। এই ফর্ম্যাটে ভাজ্জি ২৭ ইনিংসে ২৪.৫ গড়ে ২৫ টি উইকেট শিকার করেন।

টিম ইন্ডিয়ার হয়ে বোলিং ছাড়াও হরভজন সিং ব্যাট হাতে দেশের লোয়ার লেভেল অর্ডারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ভাজ্জি দেশের হয়ে টেস্ট ক্রিকেটে ১৪৫ ইনিংসে ১৮.২ গড়ে ২২২৪ রান করেছেন। এ সময় তার ব্যাট থেকে আসে ২ টি শতরান ও নয়টি হাফ সেঞ্চুরি।

টেস্ট ক্রিকেট ছাড়াও, তিনি দেশের হয়ে ওডিআই ফর্ম্যাটে ১৩.৩ গড়ে ১২৮ ইনিংসে ১২৩৭ রান এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ১৩ ইনিংসে ১৩.৫ গড়ে ১০৮ রান করেন।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles