🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

ফুটবলে পাকিস্তানের বিরুদ্ধে ১৮ গোল, বাইশ গজে ধুঁকছে ভারত

By Sports Desk | Published: October 24, 2021, 8:59 pm
india women team AFC cup
Ad Slot Below Image (728x90)

Sports Desk: অনূর্ধ্ব ১৯ AFC U19 যোগ্যতা অর্জনের ম্যাচে ২০১৯ সালে আজকের দিনে,২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের মেয়েরা গুনে গুনে ১৮-০ গোলের ব্যবধানে জিতেছিল। আর ২৪ অক্টোবর, ২০২১ টি -২০ বিশ্বকাপের নক আউটে দুবাই’র মাটিতে ক্যাপ্টেন বিরাট কোহলির ভারত কোণঠাসা।

তিন বছরের ব্যবধান, ফুটবল আর বাইশ গজে ভারতের পারফরম্যান্স ভিন্ন, কিন্তু মিল প্রতিপক্ষে, আর্চ রাইভাল পাকিস্তান। পাকিস্তানের আটোসাটো বোলিং লাইন আপ চলতি ম্যাচে, ভারতের বিরুদ্ধে। শাহিন আফ্রিদ্রি ১৯ রানে দুই,ইমাদ ওয়াসিম ১০ রান দুই ওভারে, হাসান আলি ২১ রান দিয়ে ১ উইকেট,শাদাব খান ১৮ রানে এক উইকেট, মহম্মদ হাফিজ দুই ওভারে ১২ রান। ৩৯ রানে ঋষভ পহ্ন আউট শাদাব খানের বলে।ভারত ৪ উইকেটে ৯৬ রান, ১৪ ওভারে।

ভারতের মেয়েরা পাকিস্তানকে ১৮-০ গোলের মালা পড়িয়েছিল AFC U19 যোগ্যতা অর্জনের ম্যাচে। বাইশ গজে বিরাট কোহলি ৩৬ রানে, রবীন্দ্র জাডেজা ৬ রানে পাক বোলিং লাইন আপের বিরুদ্ধে রুঁখে দাঁড়িয়ে। ইতিহাসের স্রোত কোনদিকে বইছে, সময়ের অপেক্ষা!

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles