🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

অবসরের পর রাজনীতিতে, বিতর্ক জিইয়ে রাখলেন “টার্বোনেটর”

By Suparna Parui | Published: December 26, 2021, 7:29 pm
Ad Slot Below Image (728x90)

Sports desk: ভারতীয় ক্রিকেটে ‘টার্বোনেটর’ নামে পরিচিত অভিজ্ঞ অফ-স্পিনার হরভজন সিং ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই ঘোষণা করেছে। ভাজ্জি তার কেরিয়ারে এমন অনেক ইতিহাস লিখেছেন যা বিশ্ব ক্রিকেটে ক্রিকেটের ময়দানে ভারতের তিরঙ্গা পতাকা তুলেছে। হরভজন ১০৩ টেস্টে ৪১৭ উইকেট নিয়েছেন এবং এই ফর্ম্যাটে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় ১৪ তম স্থানে রয়েছেন। অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) এবং রবিচন্দ্রন অশ্বিন (৪২৭) এর চেয়ে বেশি উইকেট নিয়ে তিনি ভারতের চতুর্থ সফল টেস্ট বোলার।

হরভজন সিং ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে এক বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে সোনালী কেরিয়ারের স্মৃতি শেয়ার করে বলেন, অবসরের পর রাজনীতিতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। এই বিষয়ে তিনি পরে সিদ্ধান্ত নেবেন।

সাক্ষাৎকারে ভাজ্জি বলেন, অবসরের পর রাজনীতিতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। এই বিষয়ে তিনি পরে সিদ্ধান্ত নেবেন। তবে ওই সাক্ষাৎকারে পর্বে ভাজ্জি কথোপকথনের সময় রাজনীতিতে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি। ভাজ্জি বলেন, রাজনীতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া একটি বড় সিদ্ধান্ত হবে।এই ইস্যুতে তিনি সময় নেবেন এবং চিন্তা ভাবনা করে তবেই এই ইস্যুতে সিদ্ধান্ত নেবেন।অভিজ্ঞ এই অফ স্পিনার বলেন, একবার রাজনীতিতে গেলে পরিবারের জন্য সময় বের করা খুব কঠিন হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে অবিলম্বে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে যাচ্ছেন না।

অবসরের পর ভাজ্জির আইপিএল দলে যোগ দেওয়া নিয়ে জোর জল্পনা চলছে। এই ইস্যুতে ভাজ্জি আইপিএলে তার ভবিষ্যৎ নিয়ে কথা প্রসঙ্গে বলেন, আমি এখানে পৌঁছেছি শুধুমাত্র ক্রিকেটের কারণে। আমি অবশ্যই আইপিএলে আরও কাজ করব। আমি কোন দলের সাথে যাবো এখনো কিছুই ঠিক হয়নি, তবে এটা নিশ্চিত যে যখনই এটা হবে, আমি এই বিষয়ে সবাইকে জানাবো। ভাজ্জি বলেন, দুই দলের সাথে আলোচনা চলছে, তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।

হরভজন সিং’র বর্ণময় ক্রিকেট কেরিয়ারে বিতর্ক কিছু কম হয়নি।
২০০৮ সালের আইপিএল ম্যাচ চলাকালীন হরভজন সিং শ্রীসহ্নকে চড় মেরেছিলেন। যা নিয়ে বিতর্কের জল অনেক দূর পর্যন্ত গড়ায়। ওই সাক্ষাৎকারে ভাজ্জি অনুতাপের সুরে বলেন,
শ্রীসহ্নকে চড় মারার জন্য তিনি অনুতপ্ত। প্রসঙ্গত, ভাজ্জি যখন শ্রীসহ্নকে থাপ্পড় মারেন, শ্রীসহ্ন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে, ওই ভিডিও মুহুর্তে সোশাল বেশ ভাইরাল হয়েছিল।

মাঙ্কি গেট কেলেঙ্কারি মাঠেই শেষ হওয়া উচিত ছিল এমনই মত ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং’র। “মাঙ্কিগেট” বিতর্ক নিয়ে ভাজ্জি বলেন, ওই বিতর্ক মাঠেই শেষ হলে ভালো হতো। কেউ কেউ আগুনে ঘি মেশাতে পছন্দ করেন। লোকেরা অ্যান্ড্রু সাইমন্ডসকে অনেকে উস্কে দিয়েছিল। কিন্তু ওই বিবাদের পর আমরা ভালো বন্ধু হয়ে যাই।

বাইশ গজে স্পিনের ভেল্কিতে বিপক্ষ দলকে ধরাশায়ী করে বাজিমাৎ সঙ্গে বিতর্ক; হরভজন সিং’র ক্রিকেট কেরিয়ারে যুগপৎ। দুই’র মিশেলে ভারতীয় ক্রিকেটের “টার্বোনেটর” অবসরের পরেও বিতর্ক জিইয়ে রাখলেন, রাজনীতির উঠোনে অভিষেক ইস্যুতে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles