🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

IND vs NZ: আহমেদাবাদে সেঞ্চুরি করে রোহিত-বিরাটের রেকর্ড ভাঙলেন শুভমান গিল

By Entertainment Desk | Published: February 1, 2023, 8:58 pm

ভারত ও নিউজিল্যান্ডের (India vs new zealand) মধ্যে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বিস্ময় দেখালেন শুভমান গিল (Shubman Gill)।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন IND vs NZ: আহমেদাবাদে সেঞ্চুরি করে রোহিত-বিরাটের রেকর্ড ভাঙলেন শুভমান গিল

Ad Slot Below Image (728x90)

Shubman gill

ভারত ও নিউজিল্যান্ডের (India vs new zealand) মধ্যে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বিস্ময় দেখালেন শুভমান গিল (Shubman Gill)। কিউই দলের বিপক্ষে ঝলমলে সেঞ্চুরি করে গিল খেলার সংক্ষিপ্ততম ফরম্যাটে তাকে প্রশ্নবিদ্ধ করা সবাইকে থামিয়ে দেন। গত জানুয়ারিতে টি-টোয়েন্টি অভিষেক হয়। মাত্র এক মাস পর এই ফরম্যাটে সেঞ্চুরি করলেন তিনি। ওপেন করতে আসা গিলের সঙ্গী ইশান কিষাণ আউট হন সস্তায়। এ রপর এক প্রান্তে রান তোলার দায়িত্ব নেন শুভমান।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটারদের তালিকা খুবই ছোট। এই তালিকায় রয়েছেন রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলির মতো অভিজ্ঞরা। দীপক হুদার মতো তরুণ ব্যাটসম্যানরাও এই রেকর্ড গড়েছেন। আজকের ম্যাচে ৬৩ বলে ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন শুভমান গিল। এ সময় তার ব্যাট থেকে আসে ১২টি চার ও সাতটি ছক্কা। একবার গিলের ব্যাটে পেস ধরা পড়লে তার পর আর কোনো বোলার তাকে আটকাতে পারেনি। এর পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির বড় রেকর্ডও ভেঙে দিয়েছেন গিল।

ভারতীয় টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় স্কোর
ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে আজ সবচেয়ে বড় স্কোর করলেন শুভমান গিল। আজকের আগে ভারত থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো ব্যাটসম্যান ১২৬ রান করতে পারেননি। এতদিন এই ব্যাপারে প্রথম স্থানে ছিলেন বিরাট কোহলি। গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ১২২ রানের অপরাজিত ইনিংস ছিল বিরাটের। আজ তার রেকর্ড ভেঙেছেন গিল। রোহিত শর্মার রেকর্ডও আজ গিলকে পেছনে ফেলেছে। হিটম্যান এখন শ্রীলঙ্কার বিপক্ষে ১১৮ রানের ইনিংসের মাধ্যমে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে এসেছেন।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন IND vs NZ: আহমেদাবাদে সেঞ্চুরি করে রোহিত-বিরাটের রেকর্ড ভাঙলেন শুভমান গিল

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles