🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

T20 World Cup: বিশ্বকাপ থেকে বিদায় ‘বিরাট’ ভারতের

By Kolkata24x7 Desk | Published: November 7, 2021, 7:34 pm
New zealand
Ad Slot Below Image (728x90)

Sports desk: চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে ছিটকে গেল ভারত (India)। সুপার ১২ নক আউটে নিউজিল্যান্ড (New Zealand) ৮ উইকেটে জিতেছিল ভারতের (India) বিরুদ্ধে। রবিবার নিউজিল্যান্ড (New Zealand) জিতলো ৮ উইকেটে, আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে। আর এই ম্যাচের রেজাল্টের জেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত (India)।

চলতি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ঐতিহাসিক লজ্জার হার ভারতের (India),পরিসংখ্যান বিশ্বকাপের মঞ্চে এখন ১২-১। এরপর কিউই (New Zealand) কাটায় ক্ষতবিক্ষত বিরাটের ভারত (India)। ১৮ বছর ধরে আইসিসি পরিচালিত কোনও টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে (News Zealand) হারিয়ে ভারত (India) জয়ের মুখ দেখেনি।

রবিবার নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং’র সিদ্ধান্ত নেয় আফগানিস্তান (Afghanistan)। ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান তোলে আফগানরা (Afghanistan)। ১৮.১ ওভারে ২ উইকেট খুইয়ে কেন উইলিয়মসনের নিউজিল্যান্ড (New Zealand) ১২৫ রান তুলে জয় পেয়ে যায়। কিউই (New Zealand) অধিনায়ক কেন উইলিয়মসন নট আউট ৪০ এবং ডিভন কনওয়ে ৩৬ রানে অপরাজিত থাকে।

আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে কিউই (Nes Zealand) পেসার ট্রেন্ট বোল্ট ৩,টিম সাউদি ২,সোধি, নিসহ্যাম, অ্যাডাম মিলনে একটি করে উইকেট পেয়েছে। অন্যদিকে, সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টি টোয়েন্টি ফর্ম্যাটে ৪০০ উইকেটের মালিক রশিদ খান, আফগানিস্তানের (Afghanistan)।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles