🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

অক্ষর প্যাটেলের ঘূর্ণির জাদুতে নিউজিল্যান্ড হোয়াইট ওয়াশ টি টোয়েন্টি সিরিজে

By Kolkata24x7 Desk | Published: November 21, 2021, 10:40 pm
team-india
Ad Slot Below Image (728x90)

Sports desk: দু বছর পর ক্রিকেটের নন্দনকাননের বাইশ গজে আন্তজার্তিক ক্রিকেটে বল গড়াল। ভারত ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে। রবিবার টি টোয়েন্টি ম্যাচের তৃতীয় তথা শেষ নিয়মরক্ষার ম্যাচের ফলাফল ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতল ৭৩ রানে।

টসে জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিং’র সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান তোলে। রোহিত শর্মা অর্ধশতরান সহ ৫৬ রান করেন। ৬.৬ ওভারে ভারত ৭১ রানে দুই উইকেট হারিয়ে ফেলে, ইশান কিষাণ ২৯ এবং সূর্যকুমার যাদব রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের রাস্তা ধরে।

ক্রিজে এসে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পহ্ন ৪ রানে স্যান্টনারের বলে নিসহ্যামের হাতে ক্যাচ দিয়ে বসেন, রোহিত শর্মা তখনও ক্রিজে। রোহিত শ্রেয়স আইয়ার জুটি বেশিক্ষণ ক্রিজে ছিল না। ১১.২ ওভারে রোহিত শর্মা আউট হয় বোলার ঈস সোধির ডেলিভারিতে সোজা ক্যাচ দিয়ে। ভারতের ৪ উইকেটে ১০৩ রান স্কোরবোর্ডে হিটম্যানের বিদায়ে।

শ্রেয়স আইয়ার ২০ বলে ২৫, ভেঙ্কটেশ আইয়ার ১৫ বলে ২০ রানের কার্যকরী ইনিংস খেলে আউট হয়। ভারত ১৬.১ ওভারে ১৪০ রান ৪ উইকেটের বিনিময়। হর্ষল প্যাটেল ১১ বলে ১৮ রানের দুরন্ত ব্যাটিং করে কিউইদের বিরুদ্ধে।

দীপক চাহর ৮ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলে নট আউট থাকে, সঙ্গে অক্ষর প্যাটেল ২ রানে অপরাজিত থাকে। ভারত ১৮৫ রানের টার্গেট ছুঁড়ে দেয় মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

নিউজিল্যান্ডের হয়ে অধিনায়ক মিচেল স্যান্টনার ৩, বোল্ট,মিলনে,ফার্গুসন এবং সোধি একটি করে উইকেট পায়।

জবাবে ব্যাট করতে নেমে ৪.৪ ওভারে ৩০ রানের ভিতরে ৩ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড বাঁহাতি অর্থোডক্স বোলার অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে। কিউইদের শিরদাঁড়া দুমড়ে মুচড়ে ইডেন গার্ডেনের বাইশ গজে পিষে দেয় অক্ষর।

অক্ষর প্যাটেলের শিকার ম্যাচের গোড়ায় তিন কিইউ ব্যাটসম্যান ড্যারিল মিচেল ৫ রানে এবং মার্ক চ্যাপম্যান ও গ্লেন ফ্লিলিপ্স দুজনকেই রানের খাতা না খুলতে দিয়ে প্যাভিলিয়নে ফেরৎ পাঠিয়ে দেওয়া। ব্যাকফ্রুটে চলে আসে নিউজিল্যান্ড।

মার্টিন গুপ্টিল ৫১ রানে যুজবেন্দ্র চাহলের বলে ক্যাচ দিয়ে বসে সূর্যকুমার যাদবের হাতে। টিম সেফার্ট রান আউট ইশান কিষানের থ্রোতে কিপার পন্থের হাতে। নিউজিল্যান্ড ১১.৪ ওভারে ৭৬ রান ৫ উইকেট হারিয়ে।

নিসহ্যাম ৩, মিলনে ৭, সোধি ৯ রানে আউট হয়। নিউজিল্যান্ড ১৬.১ ওভারে ৯৫ রান ৯ উইকেটে। ২১ বলে ৮৪ রান দরকার নিউজিল্যান্ডের ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ জেতার জন্য। লকি ফার্গুসন এবং বোল্ট ক্রিজে। ফার্গুসন চাহালের বলে ১৪ রানে আউট হতেই টি টোয়েন্টির তিন ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ নিউজিল্যান্ড।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles